দেশে তৃতীয় বাংলা! দরাজ সার্টিফিকেট কেন্দ্রের, ২১০ হাসপাতাল গুণগত মানে সেরা

Must read

বিরোধীদের মুখের উপরে যোগ্য জবাব। যখন এ রাজ্যে বিজেপি-সহ বিরোধীরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করছে, ঠিক তখনই কেন্দ্র দরাজ সার্টিফিকেট দিল বাংলাকে। কেন্দ্রের বিচারে ‘উন্নত’ মানের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যায় দেশে তৃতীয় স্থানে উঠে এল বাংলা।

আরও পড়ুন- ভারতের জেলের দুরবস্থা, জায়গার তুলনায় ১৩১ শতাংশ বেশি বন্দি! অভিষেকের প্রশ্নের জবাবে মানল কেন্দ্র

খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য উঠে এসেছে। ছোট-বড় মিলিয়ে ৭-৮ হাজার থেকে ৪০-৪৫ হাজার সূচক বিচার করা হয়। ভিন রাজ্যের পরিদর্শকরা খুঁটিয়ে দেখেন পরিষেবা ও অন্যান্য খুঁটিনাটি। তারপরই দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে এই ‘গুণগত মান’-এর ‘এনকোয়াস’ (ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডস) শংসাপত্র প্রদান করে কেন্দ্রীয় সরকার। ’২২ সালের বাংলার মাত্র ১৩টি সরকারি হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র পেয়েছিল এই শংসাপত্র। ’২৩ সালে ১৬ গুণ বেড়ে হয়েছে ২১০টি। বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি আর্থিক বছরের মধ্যে গুণগত মানের এনকোয়াস হাসপাতালের বিচারে দেশে শীর্ষস্থানে পৌঁছতে পারে বাংলা। স্বাস্থ্যভবন সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের এই শংসাপত্র অর্জন করা কিন্তু মোটেই সহজ নয়।

Latest article