ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী, নতুনভাবে সেজে উঠছে শিলিগুড়ি বাস ডিপো

Must read

নতুনভাবে সেজে উঠছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের শিলিগুড়ি ডিপো। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে কাজের শিলান্যাস হতে চলেছে। কলকাতা থেকে এনবিএসটিসির শিলিগুড়ি ডিপোর সীমানা পাঁচিল ও ফ্লোরের কাজের শিলান্যাস করবেন মুখমন্ত্রী। মাল্লাগুড়ি ডিপোতে শেষবার কাজ হয়েছিল গৌতম দেব চেয়ারম্যান থাকাকালীন। তারপরে বহুদিন কোনও কাজ হয়নি। প্রতিদিন প্রায় দেড়শোর বেশি এনবিএসটিসির বাস ডিপোতে ঢোকে ও বের হয়। ফলে ফ্লোর অনেকটাই কমজোরি হয়ে গিয়েছে। তাই বাউন্ডারি ওয়াল ও ফ্লোর সংস্কারের উদ্যোগ নেয় রাজ্য সরকার। ইতিমধ্যে এই কাজের টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে। এই কাজের জন্য এক কোটি পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, শিলিগুড়িতে এনবিএসটিসি ডিপোর বাউন্ডারি ওয়াল ও ফ্লোর সংস্কারের কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বুধবার কলকাতা থেকে এই কাজের শিলান্যাস করবেন। দ্রুততার সঙ্গে শেষ করা হবে কাজ।

আরও পড়ুন- দেশে তৃতীয় বাংলা! দরাজ সার্টিফিকেট কেন্দ্রের, ২১০ হাসপাতাল গুণগত মানে সেরা

Latest article