বুধবার হাওড়ায় একাধিক সরকারি পরিষেবা প্রদান ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এক প্রশাসনিক সভা থেকে ওই পরিষেবা প্রদান ও প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের ভার্চুয়ালি উদ্বোধন, বেলুড়ের জগন্নাথ ঘাট থেকে কাশীপুর ঘাট পর্যন্ত ফেরি চলাচলের কাজের উদ্বোধন-সহ একাধিক প্রকল্প। এরই সঙ্গে হাওড়ার একাধিক উপভোক্তার হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এদিকে এর আগে মুখ্যমন্ত্রীর সভাস্থল এদিন ঘুরে দেখেন হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী ও জেলাশাসক পি দীপাপপ্রিয়া-সহ প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভাকে ঘিরে সাঁতরাগাছি ও আশপাশের এলাকা কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন- ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী, নতুনভাবে সেজে উঠছে শিলিগুড়ি বাস ডিপো