হাতে আর বেশি সময় নেই। সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। সব রাজনৈতিক দলই। এরইমধ্যে নির্বাচন কমিশনের (Election commission) ফুল বেঞ্চ লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে রাজ্যে। যদিও দিনক্ষণের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জানা যাচ্ছে, আগামী ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। তারা ৪-৬ মার্চ রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। ৫ মার্চ সকাল সাড়ে ন’টায় সর্বদলীয় বৈঠক হতে চলেছে। সেদিন সাড়ে এগারোটায় জেলা শাসকদের সঙ্গে বৈঠক রয়েছে।
আরও পড়ুন-আকালীপুরে গুহ্যকালীর প্রতিষ্ঠাদিবসে পুজো
কমিশনের ফুল বেঞ্চ ৬ মার্চ সিইও, পুলিশের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক বসতে চলেছে। দুপুর ২টো থেকে কমিশনের কর্তাদের মুখ্যসচিব, ডিজির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিকাল চারটে থেকে সাংবাদিক বৈঠক রয়েছে। সূত্রের খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এবার লোকসভা ভোটে বাংলার ওপর বিশেষ নজর থাকছে । বাংলার জন্য বিশেষ নির্বাচনী আধিকারিক দায়িত্বে থাকছেন। ইতিমধ্যেই ডেপুটি ইলেকশন কমিশনার নিতেশ কুমার ব্যাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফুল বেঞ্চ আসার আগে তিনি আসতে পারেন বলে মনে করা হচ্ছে। তার জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।