ভারতরত্নে সম্মানিত সবুজ বিপ্লবের ‘নায়ক’ সহ দুই প্রাক্তন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন প্রধানমন্ত্রী নরাশিন রাও, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং দার মাস স্বামীনাথনকে ভারতরত্ন ঘোষণা করেছেন

Must read

আজ ৯ই ফেব্রুয়ারি তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া হল। লোকসভা ভোটের আগে এই পুরস্কার প্রদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও এবং ভারতের সবুজ বিপ্লবের ‘নায়ক’ এম স্বামীনাথনকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্নে (BharatRatna) ভূষিত করা হচ্ছে। কিছুদিন আগে লালকৃষ্ণ আডবানিকে ভারতরত্ন দেওয়া হয়। লোকসভা ভোটের আগে এবার চৌধুরী চরণ, নরসিমহা এবং স্বামীনাথনকে ভারতরত্ন প্রদান বিজেপি সরকারের মানুষের নজর কাড়ার অভিনব উপায় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-৪-৬ মার্চ রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন

নিজের সোশ্যাল হ্যান্ডেলে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও ভারতরত্নে সম্মানিত হতে চলেছেন।’

Latest article