মুম্বইয়ের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics control bureau) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নামে টাকা তছরুপের কেস দায়ের করল ইডি (ED)। সিবিআইয়ের |(CBI) তরফে তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে এফআইআর আগেই করা হয়েছিল। শাহরুখ খানের পরিবারের থেকে এই টাকা দাবি করা হয় বলেই তার বিরুদ্ধে অভিযোগ। আরিয়ানকে একটি মাদক মামলা থেকে মুক্তি দেওয়ার নামেই এই টাকা দাবি করা হয়। এবার নতুন করে মামলা করল ইডি। এই মর্মে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন-অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে চিকিৎসাধীন
জানা যাচ্ছে, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে একটি কেস দায়ের করা হয়েছে । নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর একাধিক অফিসারকে এই ঘটনায় ডেকে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ইডি। সমীর ওয়াংখেড়ে ২০০৮ সালে পাশ করা ভারতীয় রেভিনিউ সার্ভিসের অফিসার। কেন্দ্রীয় সংস্থার থেকে বাঁচতে বম্বে হাইকোর্টে তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। গত বছর সিবিআইয়ের তরফে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ করা হয়।
আরও পড়ুন-রূপনারায়ণে নৌকাডুবি, গ্রেফতার মাঝি
উল্লেখ্য, ২০২১ সালের ২ অক্টোবর আরিয়ান খানকে একটি মাদক মামলায় একটি জাহাজ থেকে গ্রেফতার করা হয়। পরের বছর ১৪ জন অভিযুক্তের নামে চার্জশিট আনা হয়, কেবল আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয়। এই কেসের তদন্ত করছে ইডি।