জম্মু ও কাশ্মীরে খাদে গাড়ি পড়ে মৃ.ত তিন, আহত বহু

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার ফলে মৃত্যু হয়েছে তিন জনের। ১২ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Must read

শুক্রবার সন্ধ্যায় যাত্রিবোঝাই একটি এসইউভি (SUV) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গভীর খাদে গিয়ে পড়ে। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কিশতওয়ার জেলায় ঘটেছে বলেই খবর। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার ফলে মৃত্যু হয়েছে তিন জনের। ১২ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন-সমীর ওয়াংখেড়ের নামে টাকা তছরুপের কেস দায়ের ইডির

সূত্ৰের খবর, মৃতদের নাম যথাক্রমে দয়া কৃষণ (৩৬) এবং সবিতা দেবী (৩০)। ১৫ বছর বয়সি এক কিশোরেরও মৃত্যু হয়েছে এই ঘটনায়। শুক্রবার সন্ধ্যায় হাকু গ্রামের কাছে গুলাবগড়-মাছাইল রোডে যাত্রী সংখ্যা বেশি হয়ে যাওয়ায় রাস্তা থেকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন-অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে চিকিৎসাধীন

এই মুহূর্তে চার জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার টাকা দেওয়া হবে। পাহাড়ি অঞ্চলে ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা নিত্য ঘটনা। এর ফলে বেশ কয়েকবার দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে যাত্রীদের।

Latest article