প্রতিবেদন : আজ, সোমবার আরামবাগ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জেলা সফরে তাঁর সঙ্গী হচ্ছেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব। সোমবারই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান। জেলায় অনেক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। তাঁর এই জেলাসফর ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তারপর ঐতিহাসিক বাজেটের পর মুখ্যমন্ত্রীর প্রথম জেলা সফর। তাই সাধারণ মানুষের মধ্যে বাড়তি উৎসাহ ও উন্মাদনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করে থাকেন। বর্ধমানের পর তিনি সম্প্রতি গিয়েছিলেন উত্তরের জেলা-সহ মুর্শিদাবাদ ও নদিয়া সফরে। খুব সম্প্রতি তিনি হাওড়ায় প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান করেছেন। এবার তাঁর নজরে হুগলি জেলা। সেইমতো সোমবার হুগলি জেলার আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান-কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আরামবাগের কালীপুরে ওই সভা হবে। এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী হচ্ছেন সাংসদ অভিনেতা দেব। তাঁকে নিয়েই আরামবাগ থেকে হুগলি জেলার মানুষের জন্য পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-জনস্রোতে শপথ ধরনা মঞ্চে
দেব জানালেন : দলনেত্রী এবং অভিষেকের সঙ্গে শনিবার বৈঠকের পর রবিবার দেব জানালেন, সর্বোচ্চ নেতৃত্ব জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান হবেই। কেন্দ্র টাকা না দিলে রাজ্য করবে। দেব বলেন, সাংসদ হিসেবে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা তাঁর স্বপ্ন।