রাজ্যসভার চার প্রার্থী ঘোষণা তৃণমূলের, নারীশক্তির জয়বার্তা

তৃণমূলের ঘোষিত প্রার্থীরা হলেন মমতাবালা ঠাকুর, সুস্মিতা দেব, মহম্মদ নাদিমুল হক এবং সাগরিকা ঘোষ। চারজনের মধ্যে তিনজনই মহিলা।

Must read

প্রতিবেদন : নারীশক্তিকে আবার সম্মান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে তৃণমূল ফের একবার বুঝিয়ে দিল মহিলাদের অগ্রাধিকার তারাই দেয়। তারাই মহিলাদের উচ্চাসনে তুলে ধরে। সেই ধারা বজায় রেখে রবিবার সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে রাজ্যসভা নির্বাচনের জন্য চারজন প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। তৃণমূলের ঘোষিত প্রার্থীরা হলেন মমতাবালা ঠাকুর, সুস্মিতা দেব, মহম্মদ নাদিমুল হক এবং সাগরিকা ঘোষ। চারজনের মধ্যে তিনজনই মহিলা। অপরজন সংখ্যালঘু মুখ।

আরও পড়ুন-আজ আরামবাগে মুখ্যমন্ত্রী, সঙ্গে দেব

আগামী ২৭ ফেব্রুয়ারি ১৫ রাজ্যের মোট ৫৬টি রাজ্যসভা আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার মধ্যে রয়েছে বাংলার পাঁচ আসনও। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ ১৫টি রাজ্যে নির্বাচন হবে রাজ্যসভার। প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল রাজ্যসভায় কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে তৃণমূল সাংসদ আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, নাদিমুল হক ও শান্তনু সেনের। এই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। চারজনের মধ্যে থাকছেন শুধু নাদিমুল হক। বাকি তিনজনের পরিবর্তে আনা হয়েছে তিন মহিলা-মুখকে।

আরও পড়ুন-জনস্রোতে শপথ ধরনা মঞ্চে

রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ঠাকুরনগরের মতুয়া সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের নাম। এর আগে লোকসভার সাংসদ ছিলেন মমতাবালা। রাজ্যসভায় তাঁকে প্রার্থী করা তৃণমূলের অন্যতম মাস্টারস্ট্রোক। অন্যদিকে, গত বছরই রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ ফুরিয়েছিল সুস্মিতা দেবের। তাঁকে ফের রাজ্যসভার প্রার্থী করা হল।
তবে তৃণমূলের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী-তালিকার সবথেকে বড় চমকের নাম সাগরিকা ঘোষ। ১৯৯১ সাল থেকে ভারতীয় সংবাদ জগতে সাগরিকা ঘোষ অন্যতম বড় নাম। সর্বভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ জগতের বহু নামী প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন এবং এখনও কর্মরত আছেন। সাংবাদিকতার পাশাপাশি, লেখক হিসেবেও তিনি সুপরিচিত। বাংলা থেকে রাজ্যসভার অপর আসনটিতে কংগ্রেসের অভিষেক মনু সিংভিকে সমর্থন করেছিল তৃণমূল। তাঁর মেয়াদও শেষ হচ্ছে।

Latest article