সন্দেশখালিকাণ্ড নিয়ে নিজেদের অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandapadhyay)। আজ, সোমবার, হুগলির আরামবাগে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সন্দেশখালি নিয়ে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ করছে। যারা হিংসা ছড়িয়েছে তারা গ্রেফতার হয়েছে। রাজ্যপালের সফর নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandapadyay)। তিনি জানান, ‘‘যে যেখানে খুশি যেতেই পারেন। আমিও রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম। তারা রিপোর্ট দিয়েছে।’’
আরও পড়ুন-ঘাটাল মাস্টারপ্ল্যান করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে সন্দেশখালি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর সফর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে যেখানে খুশি যেতেই পারেন। আমিও রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম। তারা রিপোর্ট দিয়েছে।’’
এরপরেই সন্দেশখালিকাণ্ড নিয়ে কড়া অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ’’অলরেডি তো অ্যারেস্ট হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাঁদের বিরুদ্ধে ক্ষোভ, যাঁরা হিংসা ছড়িয়েছেন, তাঁদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।’’
আরও পড়ুন-মথুরা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ, জ্যান্ত পুড়লেন ৫
৫ জানুয়ারি সন্দেশখালিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান পলাতক। দফায় দফায় সেখানে অশান্তি, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অশান্তির ছড়ানোয় পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের উত্তম সর্দার। সন্দেশখালিকাণ্ডে নাম জড়ানোর পরেই উত্তমকে সাসপেন্ড করে শাসকদল। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা বিকাশ সিংহ ও সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে।