মথুরা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ, জ্যান্ত পুড়লেন ৫

মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনার জেরে গাড়ির দরজা লক হয়ে যায় এবং গাড়ির ভিতরে থাকা ৫ জন যাত্রীই আটকে পড়েন।

Must read

আজ ভোরবেলা এক্সপ্রেসওয়ের (Mathura expressway) উপরে ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হল বাস ও গাড়ির। সংঘর্ষের পর আগুন ধরে গেল দুটি গাড়িতেই। বাসের যাত্রীরা কোনওমতে প্রাণ বাঁচিয়ে পালাতে পারলেও, গাড়ির ভিতরে আটকে পড়েন যাত্রীরা। পুড়েই মৃত্যু হয় ৫ জনের। পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে এক্সপ্রেসওয়ের উপরে। উত্তর প্রদেশের আগ্রা থেকে নয়ডায় যাচ্ছিল বাসটি। অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বাসে। হঠাৎই বাসটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাসের পাশে পৌঁছে যায়। বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় গাড়িতে। সাথে বাসটিতেও আগুন লেগে যায়।

আরও পড়ুন-রেল স্টেশনে আরপিএফের রাইফেল থেকে গু.লি, মৃ.ত জওয়ান

মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনার জেরে গাড়ির দরজা লক হয়ে যায় এবং গাড়ির ভিতরে থাকা ৫ জন যাত্রীই আটকে পড়েন। গাড়ির ভিতরে পুড়ে মৃত্যু হয় তাদের। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, খুব দ্রুতগতিতে আসছিল গাড়িটি। এক্সপ্রেসওয়েতে ওঠার পর গাড়িটির টায়ার ফেটে যায়, তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এই ঘটনার পরেই বাস ও গাড়িতে আগুন ধরে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের পরিচয় এখনও জানার চেষ্টা করা হচ্ছে।

Latest article