হরিয়ানা ও পঞ্জাব সীমান্তে কৃষকদের ওপরে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাস, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বিজেপি (BJP) রাজ্যের কৃষকদের ওপর নির্মম ব্যবহার। হরিয়ানা পুলিশ (Haryana police) আজ হরিয়ানা ও পঞ্জাব সীমান্তে কৃষকদের ওপরে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাস ছোড়ে

Must read

বিজেপি (BJP) রাজ্যের কৃষকদের ওপর নির্মম ব্যবহার। হরিয়ানা পুলিশ (Haryana police) আজ হরিয়ানা ও পঞ্জাব সীমান্তে কৃষকদের ওপরে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাস ছোড়ে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ নিজের সোশ্যাল হ্যান্ডেলে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যের মাধ্যমে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন, কৃষকরাই দেশের সবার ভরণপোষণ করে। তিনি প্রশ্ন করেন, ‘কৃষকদের ওপর হামলা চালালে দেশ এগোবে কীভাবে?’

আরও পড়ুন-চোপড়ার মর্মান্তিক ঘটনায় তৃণমূল কংগ্রেসের ১২ সদস্যের দল গঠন

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বার্তায় লেখেন, ‘কৃষকরা তাঁদের মৌলিক অধিকারের জন্য লড়াই করছেন। তাঁদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়া হলে আমাদের দেশ কীভাবে এগোবে? দেশের কৃষকদের উপর বিজেপির এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, নিরর্থক পিআর স্টান্ট, ‘বিকশিত ভারত’-এর আসল রূপ এভাবেই প্রকাশ্যে আসছে। তাদের প্রতিবাদকে দমন না করে বিজেপির উচিত নিজেদের স্ফীত অহংকার, ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষাকে কমানো। আমাদের জাতির ক্ষতি করেছে তারা। নিজেদের প্রশাসনের দিকে মনোনিবেশ করা উচিত বিজেপির। মনে রাখবেন, উচ্চ শ্রেণি এবং পরাক্রমশালী সহ আমাদের সকলকে টিকিয়ে রাখে এই কৃষকরাই। এই সরকারি বর্বরতার বিরুদ্ধে কৃষকদের সাথে একাত্ম হয়ে দাঁড়ানোর বার্তা দিচ্ছি আমি।’

আরও পড়ুন-দমদমে নতুন সেতুর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, আন্দোলনরত কৃষকরা যাতে দিল্লিতে ঢুকতে না পারে তাই রাস্তায় কনক্রিটের ব্যারিকেড তৈরি করে দিয়েছে দিল্লি ও হরিয়ানা পুলিশ। জানা যাচ্ছে, কৃষকরা পঞ্জাব-হরিয়ানা সীমানায় পৌঁছলে ড্রোনে কাঁদানে গ্যাসের শেল ফাটায় হরিয়ানা পুলিশ। কিষাণ মজদুর মোর্চার কোঅর্ডিনেটর সারওয়ান সিং পান্ধের নিজের বার্তায় বলেন, ‘কৃতৃপক্ষ বা প্রশাসনের সঙ্গে সংঘর্ষ বাঁধাতে চাইছি না আমরা। আমরা এটাও বলছি না যে আমরা রাস্তা অবরোধ করব। সরকার নিজেরাই বিগত ২-৩ দিন ধরে রাস্তা বন্ধ করে দিয়েছে।’

 

 

Latest article