লোকসভার আগে বড় ভাঙন আইএসএফ-এ। কুলপি থানার অন্তর্গত বাবুরমহল গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩০ জন আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভাতে র বিধায়ক জোগরঞ্জন হালদার, কুলপি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার উপস্থিত ছিলেন। এদিন ওই আইএসএফ কর্মীদের হাতে পতাকা তুলে দেন কুলপির বিধায়ক। লোকসভা নির্বাচনের আগে কুলপির বিভিন্ন দল থেকে দল ছেড়ে তৃণমূলের যোগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে দাবি করেন বিধায়ক । এদিন বিধায়ক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়ন করেছেন। নতুন বাজেটে মহিলাদের লক্ষী ভান্ডারের টাকা ডবল করে দিয়েছে ,সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসের মহিলাদের যেমন উৎসাহের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, অন্যদিকে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে কুলপি এলাকায়।
আরও পড়ুন- ভূগর্ভের জল-ভাণ্ডার নয়া প্রকল্প রাজ্যের