লোকসভা ভোটের প্রস্তুতি শুরু রাজ্যের, বুথের পরিকাঠামো গড়ে তুলতে বরাদ্দ ১১ কোটি ৬৫ লক্ষ টাকা

Must read

আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতিতে বিভিন্ন জেলায় ভোটগ্রহণ পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার মোট ১১ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। বরাদ্দ অর্থ খরচ করার পর পদ্ধতি অনুযায়ী ব্যবহারিক শংসাপত্র বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক বসতে চলেছেন। ১৭ দফা বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। তার মধ্যে ভোটকেন্দ্রগুলির পরিকাঠামো নির্মাণ অন্যতম। বরাদ্দকৃত অর্থে ভোট কেন্দ্রে শৌচাগার, পানীয় জলের কল, র্যা ম্প, সীমানা প্রাচীর নির্মাণ ও সংস্কারের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বড় ভাঙন আইএসএফে, তৃণমূলে যোগ ৩০ কর্মীর

নবান্ন জানিয়েছে, এই ১১ কোটি ৬৫ লক্ষ টাকা ২৪টি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের মধ্যে বণ্টন করা হয়েছে। আলিপুরদুয়ার জেলাকে ১৪লক্ষ ৫০ হাজার, বাঁকুড়াকে ১৯ লক্ষ ১০ হাজার, বীরভূম জেলাকে ৭ লক্ষ ৪৫ হাজার, কোচবিহারকে ১৬ লক্ষ ৩০ হাজার, দক্ষিণ দিনাজপুরকে ৬ লক্ষ ৭০ হাজার, দার্জিলিং ও শিলিগুড়ি মিলিয়ে ২৬ লক্ষ ৩০ হাজার, হুগলি জেলাকে ১০ লক্ষ ৮০ হাজার, হাওড়া জেলাকে ১ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার, জলপাইগুড়ি জেলাকে ৫ লক্ষ ৩৫ হাজার,ঝাড়গ্রাম জেলাকে ২ লক্ষ ৭ হাজার, কালিম্পং জেলাকে ১০ লক্ষ ৩০ হাজার, উত্তর কলকাতাকে ৮৮ লক্ষ ২০ হাজার, দক্ষিণ কলকাতাকে ৪৯ লক্ষ ১০ হাজার, মালদহ জেলাকে ৮ লক্ষ ৩৫ হাজার, মুর্শিদাবাদ জেলাকে ৪৫ লক্ষ ৮৫ হাজার, নদিয়া জেলাকে ৫১ লক্ষ ৭৫ হাজার, উত্তর ২৪ পরগনা জেলাকে ২ কোটি ৮৭ লক্ষ ৭ হাজার, পশ্চিম বর্ধমান জেলাকে ৫০ লক্ষ ৬৫ হাজার, পশ্চিম মেদিনীপুর জেলাকে ৩১ লক্ষ, পূর্ব বর্ধমান জেলাকে ৩০ লক্ষ, পূর্ব মেদিনীপুর জেলাকে ৩০ লক্ষ ৩৫ হাজার, পুরুলিয়া জেলাকে ৩৯ লক্ষ ৫ হাজার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে ১ কোটি ৪২ লক্ষ ৫৫ হাজার এবং উত্তর দিনাজপুর জেলাকে ৭৮ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।

Latest article