নির্যাতিতা মহিলাদের অভিযোগ গ্রহণ ও চিকিৎসার জন্য রাজ্যে আরও দুটি ওয়ান স্টপ সেন্টার (One stop center) গড়ে তোলা হবে। বৃহস্পতিবার বিধানসভায় নারী শিশু ও সমাজ কল্যাণ দফতরের বাজেট আলোচনার শেষে জবাবি ভাষণে বিভাগীয় মন্ত্রী শশী পাঁজা একথা জানিয়েছেন। তিনি জানান শিলিগুড়ি ও কলকাতাতে এই কেন্দ্র দুটি (One stop center) তৈরি করা হবে। যার জন্য খরচ হবে পাঁচ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের নির্ভয়া তহবিলের আওতায় এই টাকা খরচ হওয়ার কথা। শশী পাঁজা বলেন, নারী ও শিশু কল্যাণ খাতে কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ কমছে। বরাদ্দ টাকার পুরোটা খরচ হচ্ছেনা বলে তাঁর অভিযোগ। অন্যদিকে এই সব মানুষের সামাজিক কল্যাণে বরাদ্দ বহুগুণে বাড়িয়েছে রাজ্য সরকার। বার্ধক্য ভাতা খাতে রাজ্য সরকারের বাজেট ২৪ গুণ বেড়েছে বিধবা ভাতা বেড়েছে ৪০ গুন বেড়েছে। মানবিক প্রকল্পের শারীরিক প্রতিবন্ধীদের অর্থ সাহায্য ১৭ গুন বাজেট বেড়েছে বলে নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বারবার ডাকা চেয়েও পাওয়া যাচ্ছে না। নারী শিশু ও পিছিয়ে পড়া মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছে।
আরও পড়ুন- ১০০দিনের কাজের টাকা আরও বেশি মানুষকে, আবাস যোজনা নিয়েও ঘোষণা মুখ্যমন্ত্রীর