মানুষ যাতে ভোট না দিতে পারে বাতিল করা হচ্ছে আধার! অভিযোগ মুখ্যমন্ত্রীর

Must read

মানুষ যাতে লোকসভা নির্বাচনে ভোট না দিতে পারে সেজন্য অনেক আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিধানসভায় এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের চা বাগান এলাকার শ্রমিকদের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে তাঁর কাছে খবর এসেছে। কেন্দ্রীয় সরকার নির্বাচনের আগে বন্ধ চা বাগান অধিগ্রহণের প্রতিশ্রুতি দেয় পরে তা পালন করে না। অন্যদিকে রাজ্য সরকার কয়েকদিন আগেই উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের হাতে পাট্টা তুলে দিয়েছে। লোকসভা ভোটে চা বাগানের শ্রমিকদের কেন্দ্র বিরোধী ক্ষোভের প্রতিফলন পড়তে পারে বলে আশঙ্কা করেই বেছে বেছে চা শ্রমিকদের আধার কার্ড বাতিল করা হচ্ছে বলে তাঁর দাবি। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কথায়, “কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। ভোটের আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে, যাতে মানুষ ভোট দিতে না পারে।”প্রশাসনকে তিনি বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান।

আরও পড়ুন- রাজ্যে নির্যাতিতাদের অভিযোগ গ্রহণ-চিকিৎসার জন্য আরও দুটি ওয়ান স্টপ সেন্টার

Latest article