প্রতিবেদন : চাপে পড়ে মুখরক্ষায় আন্দোলনরত কৃষক সংগঠনগুলির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, অর্জুন মুন্ডা ও নিত্যানন্দ রাই। চণ্ডীগড়ে বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এখনও পর্যন্ত রফাসূত্র অধরা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত আইন তৈরির দাবিতে অনড় অন্নদাতারা।
আরও পড়ুন-গত লোকসভা ভোটে ইভিএমে ধরা পড়ে ব্যাপক যান্ত্রিক ত্রুটি! প্রকাশ্যে আরটিআই রিপোর্ট
এদিকে গত কয়েকদিনের মতো পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত শম্ভুতে হাজার হাজার কৃষক বৃহস্পতিবারও শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখান। কোনও প্ররোচনা ছাড়াই বিকেলে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ কৃষকদের দিকে কাঁদানে গ্যাস ছুঁড়েছে। এরই মধ্যে কৃষক আন্দোলনের সমর্থনে হরিয়ানায় জাতীয় সড়কগুলির সব টোল প্লাজার দখল নিতে চলেছে রাজ্যের কৃষক সংগঠনগুলি। অন্যদিকে শুক্রবার গ্রামীণ ভারত ও শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি।

