এনডিএতে যাবেন না, জানালেন পালানিস্বামী

লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করা হবে না বলে জানালেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এআইডিএমকে নেতা পালানিস্বামী।

Must read

প্রতিবেদন : লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করা হবে না বলে জানালেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এআইডিএমকে নেতা পালানিস্বামী। তিনি বলেন, আমরা গত বছরের সেপ্টেম্বরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। তারপর আবার এনডিএতে যাওয়ার কথা উঠছে কীভাবে? পালানিস্বামীর অভিযোগ, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ গুজব ছড়াচ্ছে যে আমরা পরোক্ষভাবে বিজেপির সঙ্গে জোটে আছি। তাই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে জানাতে চাই এনডিএতে ফেরার কোনও প্রশ্ন নেই।

আরও পড়ুন-রফাসূত্র এখনও অধরা, ফের কৃষকদের দমাতে কাঁদানে গ্যাস

প্রসঙ্গত, দ্রাবিড় রাজনীতির আর এক প্রধান দল ডিএমকে গত দু’দশক ধরে কংগ্রেসের সহযোগী। বর্তমানে তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটের সরকার চলছে। ডিএমকে প্রধান তথা তালিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠনে সক্রিয় ভূমিকাও নিয়েছেন। এই পরিস্থিতিতে এডিএমকের সিদ্ধান্ত লোকসভা ভোটের আগে বিজেপিকে নিশ্চিতভাবেই
চাপে ফেলল।

Latest article