রোহিত-জাদেজার ব্যাটে চাপ কাটল, অভিষেক টেস্টেই বাজবল সরফরাজের

শুরুতেই যশস্বী জয়সওয়ালের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। মাত্র ১০ রান করে মার্ক উডের বলে স্লিপে ক্যাচ তোলেন যশস্বী।

Must read

ভারত ৩২৬/৫

রাজকোট, ১৫ ফেব্রুয়ারি : জোড়া সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। অভিষেক টেস্টেই ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়লেন সরফরাজ খান। ৬৬ বলে ৯টি চার ও একটি ছয় মেরে ৬২ রান করলেন তিনি।
কিন্তু তাল কাটল শেষবেলায় জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে সরফরাজের রান আউটে। নইলে রাজকোট টেস্টের প্রথম দিনের শেষে আরও ভাল জায়গায় থাকত ভারত। ৯৯ রানে ব্যাট করা জাদেজার ডাকে সাড়া দিতে গিয়ে রান আউট হলেন সরফরাজ। যা দেখে ড্রেসিংরুমে বসা রোহিত হতাশায় নিজের টুপি আছড়ে ফেললেন মাটিতে। এদিন সরফরাজের পাশাপাশি টেস্ট অভিষেক হয়েছে উইকেটকিপার ধ্রুব জুরেলের। শিকর ভরতের জায়গায় এলেন তিনি। এছাড়া মুকেশ কুমার ও অক্ষর প্যাটেলের জায়গায় দলে ঢোকেন মহম্মদ সিরাজ ও জাদেজা।

আরও পড়ুন-এনডিএতে যাবেন না, জানালেন পালানিস্বামী

শুরুতেই যশস্বী জয়সওয়ালের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। মাত্র ১০ রান করে মার্ক উডের বলে স্লিপে ক্যাচ তোলেন যশস্বী। উডের পরেই ওভারেই অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিলও (০)। এরপর রজত পাতিদার মাত্র ৫ রানে টম হার্টলির শিকার হলে, ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল ভারত।
ওই পরিস্থিতি থেকে পাল্টা লড়াই শুরু করেন রোহিত ও জাদেজা। চতুর্থ উইকেটে ২০৪ রান যোগ করেন দু’জনে। লাল বলের ক্রিকেটে রোহিতের শেষ সেঞ্চুরি এসেছিল গত বছরের জুলাইয়ে। ডমিনিকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সাত মাস পর ফের টেস্ট সেঞ্চুরির মুখ দেখলেন রোহিত। তবে সেঞ্চুরি করার পথে ভাগ্যের সাহায্যও পেয়েছেন ভারত অধিনায়ক। ব্যক্তিগত ২১ রানে রোহিতের সহজ ক্যাচ স্লিপে ফেলে দেন জো রুট। এরপর আর পিছন ফিরে তাকাননি রোহিত। চা বিরতির পরেই ১১ নম্বর টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে যান। শেষ পর্যন্ত রোহিত আউট হন ১৩১ রান করে। উডের বলে পুল মারতে গিয়ে মিড উইকেটে বেন স্টোকসের হাতে ক্যাচ দেন তিনি। রোহিতের ১৯৬ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৩টি ছয়।

আরও পড়ুন-রফাসূত্র এখনও অধরা, ফের কৃষকদের দমাতে কাঁদানে গ্যাস

অন্যদিকে, ২০১৮ সালে এই রাজকোটেই কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। জাদেজার চার নম্বর টেস্টে সেঞ্চুরিও এল ঘরের মাঠে। যখন ক্রিজে পা রেখেছিলেন, তখন তিন উইকেট হারিয়ে দল ধুঁকছে। আগাগোড়া ঠান্ডা মাথায় ব্যাট করে ওই পরস্থিতি থেকে দলকে টেনে তুলে আরও একবার নিজের জাত চেনালেন বাঁ হাতি অলরাউন্ডার। দিনের শেষে জাদেজা ১১০ রানে অপরাজিত। ২১২ বলের দায়িত্বপূর্ণ ইনিংস সাজানো ৯টি চার ও ২টি ছয় দিয়ে। সঙ্গী নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব (অপরাজিত ১)।
তবে রোহিত বা জাদেজা নন, বৃহস্পতিবার প্রচারের যাবতীয় আলো টেনে নিলেন সরফরাজ। ২৬ বছরের ডানহাতি মুম্বইকরের টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়ে, গত দুটো বছরে কম নিউজপ্রিন্ট খরচ করেনি ভারতীয় সংবাদমাধ্যম। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করা পরেও টেস্টে সুযোগ না পেয়ে সোচ্চার হয়ে বোর্ডের কোপের মুখেও পড়েছিলেন। অবশেষে শিকে ছিঁড়ল রাজকোটে।

আরও পড়ুন-রাজ্যে নির্যাতিতাদের অভিযোগ গ্রহণ-চিকিৎসার জন্য আরও দুটি ওয়ান স্টপ সেন্টার

আর এই সুযোগটা দু’হাতে লুফে নিলেন সরফরাজ। ক্রিজে এসেই পাল্টা আক্রমণ করলেন ইংল্যান্ডের বোলারদের। শুধু বড় শটই খেললেন না, নিয়মিত সিঙ্গলস নিয়ে স্কোরবোর্ড সচল রাখলেন। মাত্র ৪৮ বলে পঞ্চাশ করার পর গ্যালারিতে বসা সরফরাজের বাবা নওশাদ খানকে দেখা গেল ছেলের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিতে। দু’চোখে জল। সরফরাজের বাজবলে যখন স্টোকসরা রীতিমতো চাপে, তখনই সেই রান আউট!

Latest article