ফের অশান্তি মণিপুরে (Manipur)। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের। আহত কমপক্ষে তিরিশ জন। বৃহস্পতিবার রাতে চূড়াচাঁদপুর জেলার পুলিশ সুপারের দফতরে হামলার ঘটনা ঘটে। দফতরের সামনে রাখা বেশ কয়েকটি গাড়িতে হামলা চালান হয়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ।
আরও পড়ুন-রাজ্য পুলিশে এসআই পদে নিয়োগ, বিজ্ঞপ্তি নবান্নের
জেলাশাসকের কার্যালয়ও রীতিমত হিংসাত্মক হয়ে ওঠে। পুলিশের ওপর এভাবে সশস্ত্র হামলার ঘটনায় মণিপুর নিয়ে উদ্বেগ বাড়ল। এই হামলার ঘণ্টা খানেক আগেই জেলা পুলিশের এক হেড কনস্টেবলকে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতীদের সঙ্গে একটি ভিডিওতে দেখা যায়। তারপর তাঁকে সাসপেন্ড করা হয়। মণিপুর পুলিশের তরফে বলা হয়, কমপক্ষে ৩০০-৪০০ জন দুষ্কৃতী একসঙ্গে হামলা করেছে পুলিশের দফতরে। বেশ কিছুক্ষন ধরে ইট ছোড়া হয়। পুলিশ সুপারের দফতরে মোতায়েন র্যাফ জওয়ানদের এদিন নিশানা করা হয়।
আরও পড়ুন-দিল্লিতে রঙের কারখানায় আগুন, মৃত ১১
২০২২ সালের ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তি শুরু হয়। তারপর থেকে বেশ কয়েক দফায় রাজ্য তোলপাড় হয়েছে।