দিল্লিতে রঙের কারখানায় আগুন, মৃত ১১

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ থেকেই আগুন লাগে। মনে করা হচ্ছে, কারখানায় রাখা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ হয়।

Must read

বৃহস্পতিবার অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায়, দিল্লির (Delhi) আলিপুর এলাকায় একটি রঙের কারখানায় বিধ্বংসী আগুনে কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। দমকল কর্মীরা এই মর্মে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর, দয়ালপুর মার্কেটে কারখানার থেকে এগারোজনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক পুলিশ কর্মীর দেহও রয়েছে। মনে করা হচ্ছে উদ্ধার অভিযানে গিয়ে মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ, অগ্নিকরাণ্ডের খবর পায় দমকলবাহিনী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। সব মিলিয়ে দমকলের ২২টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন-প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলি

দমকল বিভাগ সূত্রে খবর, অধিকাংশকেই বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চারজন আহত ব্যক্তিকে রাজা হরিশচন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তিদের সকলকে এখনও শনাক্ত করা যায়নি। বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে কিন্তু তার আগে একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। শব্দ শুনে বহু মানুষ এলাকায় যায়। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর, দমকলের প্রায় ৭-৮টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে, দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আনা হয়।

আরও পড়ুন-বিজেপির হয়ে ক্যাম্প চালাচ্ছে বিএসএফ

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ থেকেই আগুন লাগে। মনে করা হচ্ছে, কারখানায় রাখা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে রঙের কারখানা ছাড়াও বেশ কয়েকটি বাড়ি ও দোকানে আগুন ধরে গিয়েছিল। সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রায় ৪ ঘন্টার চেষ্টায়, রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ঘটনার পর কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। সকালেও অনুসন্ধান অভিযান এখনও চলছে। কীভাবে আগুন লাগল, সেটা নিয়ে পুলিশ এবং দমকল আলাদাভাবে তদন্ত শুরু করেছে। শুধু তাই নয়, একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।

 

Latest article