দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন: ফাল্গুন মাস পড়লেই শান্তিনিকেতনে লাগে বসন্তের ছোঁয়া। আর পাঠভবনে হয় বসন্ত উৎসবের সূচনা। এই বসন্ত উৎসব আগে হত শ্রীপঞ্চমীর দিনে বলে জানান অধ্যাপক কিশোর ভট্টাচার্য। তবে তারও আগে রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছোটবেলায় ১৯০৭ সালে ঋতু উৎসব করেছিলেন। সেটাই ছিল আশ্রমের প্রথম বসন্ত উৎসব। সম্ভবত শ্রীপঞ্চমীতেই সেটা পালিত হয়েছিল। তবে এই নিয়ে মতান্তর আছে।
আরও পড়ুন-বুথে বুথে ঘুরে মানুষের সমস্যা শুনলেন শতাব্দী, সমাধানের আশ্বাস সাংসদের
পাঠভবনের বিভাগীয় প্রধান বোধিরূপা সিনহা জানান, শুধু অমল আনন্দে এই অনুষ্ঠান হয়ে থাকে। বিশ্বভারতী সূত্রে জানা যায়, এই বসন্ত আবাহনের আরেকটি উদ্দেশ্য হল, পাঠভবনের কচিকাঁচারা বসন্ত উৎসবের ভিড়ে যেতে পারে না। তাই বসন্ত উৎসবের আগে পাঠভবনে বসন্তের আবাহন হয়। আশ্রমের মধ্যে একমাত্র পাঠভবনেই প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম দিকে বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পালন করা হয় বসন্তের আবাহন। শনিবার সকালে বসন্ত আবাহন উৎসবে পাঠভবনের ছাত্রছাত্রীরা মিলিত হয়ে বসন্তের গান, নাচ উপস্থপনা করে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে জহর বেদিতে। শান্তিনিকেতন গৃহ থেকে শুরু হয় ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল’ সংগীতের মধ্য দিয়ে শোভাযাত্রা। শোভাযাত্রার শেষে মূল অনুষ্ঠান শুরু হয় আম্রকুঞ্জর জহর বেদিতে। শোভাযাত্রায় একে একে ‘আজি দখিন দুয়ার খোলা’, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’ থেকে ‘রাঙিয়ে দিয়ে যাও’-সহ সঙ্গীত ও নৃত্য সহযোগে মেতে ওঠে গোটা আশ্রম।