বুথে বুথে ঘুরে মানুষের সমস্যা শুনলেন শতাব্দী, সমাধানের আশ্বাস সাংসদের

শনিবার বিকেলে নলহাটি ২ ব্লকের ভদ্রপুরে বুথের মানুষের অভাব-অভিযোগ নিজের কানে শুনলেন সাংসদ শতাব্দী রায়।

Must read

সংবাদদাতা, নলহাটি : শনিবার বিকেলে নলহাটি ২ ব্লকের ভদ্রপুরে বুথের (booth) মানুষের অভাব-অভিযোগ নিজের কানে শুনলেন সাংসদ শতাব্দী রায়। এক প্রতিবন্ধী মহিলা তাঁকে জানান, তিনি প্রতিবন্ধী ভাতা পান। তাই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না ভেবে আবেদন করেননি। সাংসদ তাঁকে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে আবেদন করতে বলেন। তিনি কেন ঘর পাননি তাও দেখার আশ্বাস দেন। আরেক মহিলা জানান, ৬৩ বছর হওয়া সত্ত্বেও তাঁর পরিবারের একজন বার্ধক্যাভাতা পাচ্ছেন না।

আরও পড়ুন-ফাইনালে সিন্ধুরা

শুনেই সাংসদ উপস্থিত পঞ্চায়েত সদস্যেদর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বার্ধক্য। ভাতা মঞ্জুর হয়ে গিয়েছে। এর পর সাংসদ বুথকর্মী, ব্লকের পাঁচজনের কমিটি, পঞ্চায়েত সদস্য দের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকও করেন। আসন্ন লোকসভা ভোট নিয়ে ব্লকের অবজারভার ত্রিদিব ভট্টাচার্য, ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, মহিলা তৃণমূল সভানেত্রী ও অন্য নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন সাংসদ। তাঁকে দেখতে ভিড় জমান এলাকার মহিলারা। তাঁদের সামনেও তিনি বক্তব্য পেশ করেন। এরপর শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের আটকুলা গ্রামে বৈঠক ও তৃণমূল কার্যালয় উদ্বোধনও করেন সাংসদ।

Latest article