ফাইনালে সিন্ধুরা

এশীয় টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা শাটলারদের স্বপ্নের দৌড় অব্যাহত। শুক্রবার শেষ চারে উঠে পদক নিশ্চিত করেছিলেন পিভি সিন্ধুরা

Must read

কুয়ালালামপুর, ১৭ ফেব্রুয়ারি : এশীয় টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা শাটলারদের স্বপ্নের দৌড় অব্যাহত। শুক্রবার শেষ চারে উঠে পদক নিশ্চিত করেছিলেন পিভি সিন্ধুরা। এবার ফাইনালে উঠে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা। এই টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে উঠল ভারতীয় দল (পুরুষ এবং মহিলা মিলিয়ে)। শনিবার সেমিফাইনালে সিন্ধুরা ৩-২ ফলে হারিয়েছে জাপানকে। রবিবার ফাইনালে ভারতের সামনে থাইল্যান্ড।

আরও পড়ুন-সংবিধান ও গণতন্ত্র ধ্বংস করছে বিজেপি, তোপ মুখ্যমন্ত্রীর

অথচ ম্যাচের শুরুটা ভাল হয়নি ভারতের মেয়েদের। প্রথম সিঙ্গলসে সিন্ধু ১৩-২১, ২০-২২ গেমে হেরে গিয়েছিলেন আয়া ওহরির বিরুদ্ধে। যদিও প্রথম ডাবলসে ভারতীয় জুটি তৃষা জোলি ও গায়ত্রী গোপীচাঁদ ২১-১৭, ১৬-২১, ২২-২০ গেমে জাপানের নামি মাৎসুয়ানা ও চিহারু শিদাকে হারিয়ে ম্যাচ ১-১ করে দেন। দ্বিতীয় সিঙ্গলসে বড় চমক দেন অস্মিতা চালিহা। ভারতীয় শাটলার ২১-১৭, ২১-১৪ সরাসরি গেমে হারিয়ে দেন প্রাক্তন বিশ্বচ্যাম্পয়ন নোজমি ওকুহারাকে। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত।

আরও পড়ুন-চার গোলে জিতে শীর্ষেই লিভারপুল

তবে দ্বিতীয় সিঙ্গলসে সিন্ধু ও অশ্বিনী পোনাপ্পা জুটি ১৪-২১, ১১-২১ গেলে হেরে যান জাপানি জুটি রেনা মিয়াউরা ও আয়াকো সাকুরামোতোর কাছে। ফলে ম্যাচ ২-২ হয়ে গিয়েছিল। কিন্তু নির্ণায়ক পঞ্চম ম্যাচে ১৭ বছর বয়সি আনমোল খার্ব ২১-১৪, ২১-১৮ সরাসরি গেমে বিশ্বের ২৯ নম্বর নাটসুকি নিদাইরাকে হারিয়ে দিলেই ম্যাচ পকেটে পুরে ফেলে ভারত। ২০১৬ ও ২০২০ সালে এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুরুষ দল। ফাইনালে উঠে মেয়েরা ইতিমধ্যেই রুপো নিশ্চিত করে ফেলেছেন। থাইল্যান্ডকে হারালে পারলে, প্রথমবার এশীয় টিম ব্যাডমিন্টনে সোনা জিতবে ভারত।

Latest article