‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ছন্দে সন্দেশখালি, হল তৃণমূলের কর্মিসভা
মা
যতই দেখি ততই জানি
মা আমাদের আশ্বস্ত বাণী
অফুরন্ত মায়ের ভালোবাসা
আমাদের জোগায় বাঁচার আশা।
মায়ের মুখ স্বর্গসুখ,
ভুলিয়ে দেয় সকল দুখ,
মায়ের বদন মলিন হলে
সব হয়ে যায় গোলমেলে।
অসুস্থ হলে মায়ের হাত,
স্নেহভরা ভালোবাসার ছাপ
দুঃসময়ে মায়ের আঁচল,
আড়াল করে বিপদ সকল
‘মা’ যে মোদের ‘মা’,
মমত্বেভরা হাসি নিয়েই অনুপ্রেরণা দাও মা।
মা যার নেই সে বড় একেলা,
ব্যথার সময় যায় না দুঃখকে ভোলা,
মায়ের ডাক, আসল ডাক
পেছু ডাকলেও আশীর্বাদ।
মা কে যারা ভালোবাসে না,
স্নেহ কি জিনিস তারা জানে না;
মায়ের মন, সন্তানের ধন,
মা যে মোদের মা,
যতই দেখি ততই ভাবি
স্বাদ তবু মেটে না।