ইন্ডিয়ার প্রার্থী হতে পারেন কমল হাসান

এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে তামিলনাড়ু বিধানসভার বাজেট অধিবেশন শেষ হলেই মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে দেখা করতে পারেন কমল হাসান।

Must read

প্রতিবেদন : আগামী লোকসভা ভোটে তামিলনাড়ু থেকে ডিএমকে-কংগ্রেস জোটের প্রার্থী হতে পারেন চিত্রতারকা কমল হাসান। সেক্ষেত্রে কমলের নিজের রাজনৈতিক দল এমএনএম ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটের শরিক হবে। সেক্ষেত্রে সামনের লোকসভা নির্বাচনে বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটের অংশ হিসেবে আত্মপ্রকাশ করবে জনপ্রিয় অভিনেতার দল মাক্কাল নিধি মৈয়াম।

আরও পড়ুন-জনরোষ বাড়ছে বুঝে সাফাইয়ে বিজেপি

এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে তামিলনাড়ু বিধানসভার বাজেট অধিবেশন শেষ হলেই মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে দেখা করতে পারেন কমল হাসান। সূত্রের খবর, কোয়েম্বাটোর দক্ষিণ অথবা চেন্নাই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমএনএমের প্রতিষ্ঠাতা সভাপতি দক্ষিণ ভারতীয় সুপারস্টার। কোয়েম্বাটোর লোকসভা আসনটি এখন সিপিএমের দখলে। উত্তর, মধ্য এবং দক্ষিণ চেন্নাই অবশ্য ডিএমকের পক্ষেই রায় দিয়েছিল গত লোকসভা নির্বাচনে। নির্বাচন কমিশন সম্প্রতি ব্যাটারি-টর্চ প্রতীক নির্ধারণ করেছে কমল হাসানের দলের জন্য।

Latest article