জনরোষ বাড়ছে বুঝে সাফাইয়ে বিজেপি

লোকসভা ভোটের মুখে আধার কার্ড বাতিল বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের জাল কাটতে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : লোকসভা ভোটের মুখে আধার কার্ড বাতিল বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের জাল কাটতে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিকল্প কার্ডের কথা ঘোষণা করে দিয়েছেন। পাশাপাশি আধার বাতিলে বাড়ছে জনরোষ। চাপে পড়ে এবার তাই সাফাইয়ে নামল বিজেপি। তড়িঘড়ি ডেডলাইন দিয়ে আধার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন-উল্টোডাঙা থেকে গড়িয়া, বাড়বে সৌন্দর্য, কমবে দুর্ঘটনা

মতুয়াগড়ের কেন্দ্রীয়মন্ত্রী আবার শাহী দরবারের শরণাপন্ন হয়েছেন আধার সমস্যার সমাধানে। বিজেপির এই হঠাৎ তৎপরতাতেই স্পষ্ট, কিছু তো একটা উদ্ভট পরিকল্পনা ছিল বিজেপির। কোনও বিশেষ উদ্দেশ্য নিয়েই আধার বাতিলের খেলায় মেতেছিল কেন্দ্র। বিজেপির এই আধার কার্ড বাতিলে্র চক্রান্তের প্রতিবাদে সোমবার বৈঠক করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর জানান, যাদের আধার বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশই মতুয়া । কেন্দ্র ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা চালাচ্ছে। মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে। এর প্রতিবাগে আগামী দিনে ব্লকে ব্লকে আন্দোলন হবে। সমস্যার সমাধান না হলে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসব আমরা। আধার কার্ড বাতিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া অবস্থান নিতেই পিছু হটতে শুরু করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সোমবার রাতের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। দাবি করেছেন, একটি আধার কার্ডও বাতিল হয়নি। আর বাতিল যদি না-ই হবে, তবে কেন আধার সমস্যা সমাধানের এই আশ্বাস, পাল্টা সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তারপর আবার আধার বিভ্রাটে ক্ষমা চেয়েছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী।

আরও পড়ুন-কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগ, লক্ষ্য প্রশিক্ষিতদের কর্মসংস্থান, রাজ্য জুড়ে এবার চাকরি মেলা

মুখ্যমন্ত্রী অনলাইন পোর্টাল চালুর কথা ঘোষণা করতেই তিনি তড়িঘড়ি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন। আধার সমস্যা মেটাতে আসরে নেমেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলে তৃণমূল জানিয়েছে, তাহলে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আধার বাতিল করা হয়েছিল। তা না হলে বিজেপি ‘স্ববিরোধী’ পদক্ষেপ নিত না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, বিজেপির নেতাদের উদ্যোগেই স্পষ্ট, বড় কোনও চক্রান্ত শুরু হয়েছিল। চক্রান্ত করেই আধার কার্ডের লিঙ্ক কেটে সাধারণ মানুষকে হয়রান করার পরিকল্পনা করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদেই ভয় পেয়ে পিছু হঠতে বাধ্য হচ্ছে বিজেপি।

Latest article