উল্টোডাঙা থেকে গড়িয়া, বাড়বে সৌন্দর্য, কমবে দুর্ঘটনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় গত বছর দুয়েক ধরে শহর কলকাতাকে আলোয় মুড়ে দেওয়ার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় গত বছর দুয়েক ধরে শহর কলকাতাকে আলোয় মুড়ে দেওয়ার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। কলকাতার সৌন্দর্যায়নের উদ্দেশ্যেই পুরসভার এই উদ্যোগ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকা অত্যাধুনিক এলইডি লাইটে সাজানো হয়েছে। এবার উল্টোডাঙা থেকে শুরু করে গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত গোটা ইএম বাইপাসকেও একইরকম ঝলমলে আলোয় সাজিয়ে তুলবে পুরসভা। বাইপাসে দুর্ঘটনা কমাতে লাগানো হবে বিশেষ ই-লাইট বা ওয়ার্ম হোয়াইট লাইট। কলকাতা পুরসভার আলো ও বিদ্যুৎ বিভাগ সূত্রে খবর, এতদিন গোটা ইএম বাইপাসের আলো রক্ষণাবেক্ষণ করত কেএমডিএ। সম্প্রতি এই দায়িত্ব এসেছে কলকাতা পুরসভার হাতে।

আরও পড়ুন-চলতি মাসেই জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী

এবার গোটা বাইপাস জুড়ে (ফ্লাইওভার বাদে) ওয়ার্ম হোয়াইট লাইট বসানো হবে। এতে সৌন্দর্যায়নের পাশাপাশি দুর্ঘটনাও কমবে বলে জানিয়েছেন আলো ও বিদ্যুৎ বিভাগের মেয়র পারিষদ সন্দীপ বক্সি। তাঁর বক্তব্য, গাছপালা বেশি থাকায় মূল শহরের তুলনায় ইএম বাইপাস অঞ্চলে কুয়াশা বেশি থাকে। সেজন্য বাইপাসে পথ দুর্ঘটনার ঘটনাও অনেক বেশি দেখা যায়। এই ই-লাইট বা ওয়ার্ম হোয়াইট লাইট দিয়ে বাইপাস আলোকিত করলে সেই দুর্ঘটনা প্রায় শূন্যে এসে দাঁড়াবে। পাশাপাশি, সৌন্দর্যও বাড়বে বাইপাসের। ইতিমধ্যেই শহরের অধিকাংশ এলাকায় ত্রিফলা ভেপার লাইটের পরিবর্তে এলইডি লাইট বসানো হয়েছে। এতে যেমন সৌন্দর্য বেড়েছে, তেমনই বিদ্যুতের বিলেও ব্যাপক সাফল্যের মুখ দেখেছে কলকাতা পুরসভা। আলো ও বিদ্যুৎ বিভাগ সূত্রে খবর, এলইডি লাইটের ব্যবহারে চলতি ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৫০ কোটি টাকা সাশ্রয় করেছে পুরসভা।

Latest article