সংবাদদাতা, কোচবিহার : কাঁথি, নন্দীগ্রাম, দিনহাটার পর এবার ফের কোচবিহারের মাতালহাট। উন্নয়ন না করে হিংসার রাজনীতি করছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দিনহাটার মাতালহাটে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে ভাঙচুর করে একদলের কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম মফিজার প্রামাণিক। হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
আরও পড়ুন-করের বোঝা নয়, উন্নয়নের বাজেট পেশ পুরনিগমের
আপাতত তাঁকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভেটাগুড়ি বাজারে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র নিয়ে প্রচারের মাইক ভাঙচুর করে এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবারও অশান্তি অব্যাহত থাকল। তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র শিবিরগুলিকে কেন্দ্র করে বিজেপি যাতে অশান্তি করতে না পারে তাই ভেটাগুড়ি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়া, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ দলের নেতৃত্ব বিভিন্ন সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শন করেন। তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়ার অভিযোগ, তাঁরা এলাকা ছাড়তেই আচমকা বিজেপি হামলা চালায়। তৃণমূল কংগ্রেস কর্মীর গাড়ি ভাঙচুর করে এক দলের কর্মীর উপরে হামলা করা হয়।