করের বোঝা নয়, উন্নয়নের বাজেট পেশ পুরনিগমের

করের বোঝা না চাপিয়ে ৬১৮ কোটি ৮৪ লক্ষ টাকার উন্নয়নমুখী রেকর্ড বাজেট পেশ করলেন শিলিগুড়ির মহানগরিক গৌতম দেব।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : করের বোঝা না চাপিয়ে ৬১৮ কোটি ৮৪ লক্ষ টাকার উন্নয়নমুখী রেকর্ড বাজেট পেশ করলেন শিলিগুড়ির মহানগরিক গৌতম দেব। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের ২০২৪ ও ২০২৫ সালের প্রস্তাবিত বাজেটে পেশ হয়। এদিন পুরনিগমের সভাকক্ষে বিভিন্ন দলের ৪৭ জন কাউন্সিলরের উপস্থিতিতে প্রস্তাবিত বাজেটে পাঠ করেন মেয়র গৌতম দেব। আগামী এক বছরের জন্য শিলিগুড়ির উন্নয়নে খরচ করা হবে ৬১৮ কোটি ৮৪ লক্ষ টাকা।

আরও পড়ুন-চোপড়ায় জারি তৃণমূলের অবস্থান

এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল আন্ডারগ্রাউন্ড কেবলিং, পানীয় জলের প্রকল্প, বস্তি এলাকার উন্নয়ন, রাস্তা মেরামতি-সহ সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছেন মেয়র গৌতম দেব। সব থেকে চমকদার বিষয় বাজেটে উল্লেখ করে মেয়র গৌতম দেব বলেন, কলেজপাড়া অর্থাৎ ১৭ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি গার্লস স্কুলের সামনে থেকে চিলড্রেন পার্ক পর্যন্ত এলাকাকে বইপাড়া হিসেবে নামকরণ করা হবে। এছাড়াও এই এলাকাতেই পুরনিগমের উদ্যোগে বইবাজার তৈরি করা হবে। বাজেট যেটা আমরা পেশ করলাম সেটা কর্পোরেশনের ইতিহাসে রেকর্ড। রিভাইস বাজেট যেটা করা হয়েছে সেটাও রেকর্ড। এটা আমাদের ক্ষেত্রে বড় দিক। এছাড়াও গত বছর পুরনিগমের নিজস্ব আয় হয়েছিল ৩৯ কোটি টাকা। সেটাকে আমরা বাড়িয়ে ৬২ কোটিতে নিয়ে গিয়েছি।

Latest article