কড়া ব্যবস্থার ইঙ্গিত রাজ্য পুলিশের, খালিস্তানি ইস্যুতে বিবৃতি

খলিস্তানি মন্তব্যকে ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। আইপিএস যশপ্রীত সিংকে (IPS Jaspreet Singh) এই ধরণের মন্তব্যে নিন্দার ঝড় বইছে।

Must read

খলিস্তানি মন্তব্যকে ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। আইপিএস যশপ্রীত সিংকে (IPS Jaspreet Singh) এই ধরণের মন্তব্যে নিন্দার ঝড় বইছে। গোটা বাংলা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ্যে আসছে। এই বিষয়ে এবার বিবৃতি জারি করল রাজ্য পুলিশ।

আরও পড়ুন-বিজেপি নেতারা ভাঁওতা দিচ্ছেন, পাশে তৃণমূলই, দাবি মেমারিবাসীর

নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ‘Bengal Police fraternity- র তরফে এই মর্মে জানানো হয়েছে, ‘রাজ্যের বিরোধী দলনেতা আমাদের নিজেদের অফিসারকে খলিস্তানি বলেছেন। তাঁর একটাই ত্রুটি যে তিনি একজন শিখ। তিনি একজন দক্ষ পুলিশ অফিসার এবং পরিস্থিতি সামাল দিতে তিনি কেবলমাত্র আইন প্রয়োগ করার চেষ্টা করছিলেন। এই মন্তব্য বর্ণবিদ্বেষমূলক। এটা রীতিমত সাম্প্রদায়িক উসকানিমূলক। এটা ক্রিমিনাল অ্য়াক্ট। আমরা এর তীব্র নিন্দা করছি, একজনের ধর্মীয় পরিচিতি ও বিশ্বাসকে আঘাত করে হিংসা ছড়ানো ও আইনভঙ্গের চেষ্টা করা হয়েছে। কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন-সচ্ছল হলেও পৈতৃক সম্পত্তিতে পূর্ণ অধিকার পাবে বিবাহিত মেয়েরা

শুধু তাই নয় এদিন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এক্স হ্য়ান্ডেলে একটা ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে একজন পুলিশ কর্তা ক্ষুব্ধ হয়ে বলছেন ‘আমায় ধর্ম তুলে কথা কেন বললেন। কেন আমায় খলিস্তানি বললেন? আমি পাগড়ি পরি বলে খলিস্তানি বলবেন?’ সেই পুলিশ কর্তা হলেন যশপ্রীত সিং। প্রসঙ্গত, এই নিয়ে মুখ খুললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আইনি পদক্ষেপের কথা বলেই, তিনি জানান, ‘ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত। বিরোধী দলনেতা কর্তব্যরত পুলিশ আধিকারিককে খালিস্তানি বলেছেন। যে কোনও পেশাই হোক না কেন সেখানে কেউ শিখ, কেউ মুসলিম বা অন্যান্য ধর্মাবলম্বী হতে পারেন। সেখানে এই ধরনের মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সমস্ত ধরনের আইনি পদক্ষেপ করব।’

 

Latest article