বিজেপি নেতারা ভাঁওতা দিচ্ছেন, পাশে তৃণমূলই, দাবি মেমারিবাসীর

আধার-আতঙ্কে পাশে থাকার বার্তা নিয়ে এবং এনআরসি-সিএএ বাতিলের দাবিতে পূর্বস্থলীতে বিরাট মিছিল করলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

Must read

সংবাদদাতা, মেমারি : বিজেপি মিথ্যাবাদী ও ভাঁওতাবাজের দল। ক্ষোভপ্রকাশ মেমারির উত্তর কৈলাসপুর, কেন্না, বিষ্ণুপুর এলাকার বাসিন্দাদের। বিজেপি সভাপতির ২৪ ঘণ্টার আশ্বাসও যে ভাঁওতা ছাড়া কিছু না, তা ধরে ফেলে সরব স্থানীয় পপি, বীথিকা ও প্রতিমা মণ্ডলরা। অভিযোগ, গরিব মানুষদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। নতুন করে আরও কয়েকজনের কাছে আধার বাতিলের চিঠি এসেছে। অনেকের রেশন বন্ধ হয়ে গিয়েছে। ব্যাঙ্ক থেকে টাকাও তুলতে পারছেন না। এরই মধ্যে কেবল ভাঁওতাবাজি কথাবার্তা বলছেন বিজেপি নেতারা। তাঁদের মিথ্যা আশ্বাসের মধ্যেই নতুন করে ভাতার, আউশগ্রাম-সহ একাধিক ব্লকে আধার বাতিলের চিঠি এসে পৌঁছেছে।

আরও পড়ুন-সচ্ছল হলেও পৈতৃক সম্পত্তিতে পূর্ণ অধিকার পাবে বিবাহিত মেয়েরা

বাসিন্দারা জানান, তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরপরই এলাকায় এসেছেন পঞ্চায়েতের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা। মঙ্গলবার সকালেই পঞ্চায়েতের পক্ষ থেকে যাঁদের আধার বাতিলের চিঠি এসেছে, তাঁদের নাম নথিভুক্ত করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, আধার বাতিল হওয়া সকলের সঙ্গেই যোগাযোগ রাখছি। আতঙ্কিত না হওয়ার বার্তা ও প্রয়োজনমতো রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-‘বাহান্নর বাহাত্তর’ ভাষা আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন বাংলাদেশ ভবনে

আধার-আতঙ্কে পাশে থাকার বার্তা নিয়ে এবং এনআরসি-সিএএ বাতিলের দাবিতে পূর্বস্থলীতে বিরাট মিছিল করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। জানালেন, বাংলার সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে রাজ্যকে বঞ্চিত করছে। বাংলার জনগণের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। কিন্তু বাংলা তাতে দমেনি আর দমবেও না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে আছেন ও থাকবেন।

Latest article