‘বাহান্নর বাহাত্তর’ ভাষা আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন বাংলাদেশ ভবনে

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, গানের মধ্যে দিয়ে বিশ্বভারতীতে উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, গানের মধ্যে দিয়ে বিশ্বভারতীতে উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে এবার বিশেষত্ব হল ‘বাহান্নর বাহাত্তর’ বর্ষপূর্তি উদযাপন। উপস্থিত থাকবেন বাংলাদেশ ও ভারত— দুই দেশের ছাত্রছাত্রীরা। সেই উপলক্ষে আলপনায় সাজিয়ে তোলা হচ্ছে বাংলাদেশ ভবনচত্বর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেবেন ভাষাভবনের অধ্যক্ষ মনোরঞ্জন প্রধান। বললেন অধ্যাপক মৃণালকান্তি সাহা।

আরও পড়ুন-স্কুলেই ফলছে ফসল, টাটকা সবজি মিড ডে মিলে

বাংলাদেশ ভবনের সমন্বয়ক মানবেন্দ্র মুখোপাধ্যায় জানান, সকাল আটটা দশে শোভাযাত্রা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের মধ্যে দিয়ে পদযাত্রা করে পূরবী গেট থেকে বাংলাদেশ ভবনে গিয়ে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকারা শহিদবেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন৷ এখানে ভাষা শহিদদের স্মরণে একটি অনুষ্ঠান হবে। বাংলাদেশ ভবনে সন্ধ্যা সাড়ে ছ’টায় একটি অনুষ্ঠান হবে। বিশ্বভারতীর ভাষাভবনের চিনা, জার্মান, ফরাসি, সংস্কৃত, বাংলা-সহ দেশি-বিদেশি বিভিন্ন ভাষার ছাত্রছাত্রীরা তাঁরা নিজ নিজ মাতৃভাষায় আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করবেন। কোনও কোনও সঙ্গীতের সঙ্গে থাকবে নৃত্য। ১৯৫২-র ভাষা আন্দোলনের এবার ৭২ বর্ষপূর্তি। সেই উপলক্ষে এবারের মূল অনুষ্ঠান ‘বাহান্নর বাহাত্তর’। বাংলাদেশের ছাত্রছাত্রী এবং বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা মিলে এই অনুষ্ঠান করবে। সবশেষে আশ্রমসঙ্গীত দিয়ে শেষ হবে অনুষ্ঠান।

Latest article