প্রতিবেদন : গদ্দার অধিকারীর ন্যক্কারজনক খালিস্তানি (Khalistani) মন্তব্যে গর্জে উঠল বাংলা-সহ গোটা দেশ। শিখ সম্প্রদায়ের মানুষ প্রতিবাদে শামিল হয়েছেন। গদ্দার অধিকারীর গ্রেফতার চেয়ে বিজেপির রাজ্য সদর দফতরের সামনে চলছে অবস্থান। সন্দেশখালিতে কর্তব্যরত পুলিশ আধিকারিক যশপ্রীত সিংয়ের প্রতি এ-ধরনের মন্তব্যে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী এখনও নীরব কেন? তার জবাব চেয়ে ডিজিটাল প্রতিবাদে শামিল হয়েছে তৃণমূল। এ-ছাড়াও রাজ্যের জেলায় জেলায় শিখ সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন। ঘটনার নিন্দা করে আগামী কাল বর্ধমানে প্রতিবাদ আন্দোলনের প্রস্তুতি শিখ সম্প্রদায়ের। খালিস্তানি (Khalistani) মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বর্ধমান গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি তথা আসানসোল গুরুদ্বার প্রবন্ধক কমিটির চেয়ারম্যান মহেন্দ্র সিং সালুজা। বুধবার সকাল থেকেই জেলা জুড়ে প্রতিবাদ-আন্দোলনে শামিল হন তাঁরা। এরপর আসানসোল থানায় গদ্দার অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানান। দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কেও শিখ সম্প্রদায়ের প্রতিবাদে শামিল হন। শিখ হিসাবে আমরা গর্বিত, কিন্তু খালিস্তানি নয়। আমরা ভারতীয়। এরপরই আম আদমি পার্টির নেতার দাবি, ‘বিজেপি-কে অবিলম্বে পঞ্জাবিদের কাছে ক্ষমা চাইতে হবে।’
আরও পড়ুন-নন্দীগ্রামে বিজেপির গুন্ডামি, নিগৃহীতাকে নিয়ে থানায় কুণাল