বেয়ারস্টো, রুটের পাশে দাঁড়ালেন ম্যাকালাম

মহেন্দ্র সিং ধোনির শহরে চতুর্থ টেস্ট শুরুর আগে গান পয়েন্টে থাকা রুট ও বেয়ারস্টোকে বাইরের ঝড়-ঝাপটা থেকে রক্ষা করার চেষ্টা করছেন ম্যাকালাম।

Must read

রাঁচি, ২১ ফেব্রুয়ারি : রাজকোটে ভারতের কাছে লজ্জার হারে সিরিজে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। বাজবল-দর্শন নিয়ে প্রশ্ন উঠেছে। জো রুট, জনি বেয়ারস্টোর মতো সিনিয়রের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সমালোচনায় সরব ইংল্যান্ডের প্রাক্তনরাও। এই অবস্থায় দলের পাশে থেকেই ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াচ্ছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। বাকি দুই টেস্টে প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী তিনি। মহেন্দ্র সিং ধোনির শহরে চতুর্থ টেস্ট শুরুর আগে গান পয়েন্টে থাকা রুট ও বেয়ারস্টোকে বাইরের ঝড়-ঝাপটা থেকে রক্ষা করার চেষ্টা করছেন ম্যাকালাম।

আরও পড়ুন-গদ্দারের খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল বাংলা

তিনি বলেছেন, ‘‘আমি কারও প্রতি অন্ধ নই। কিন্তু জনির দুর্দান্ত একটা কেরিয়ার। দলের জন্য ও কী করেছে, সেটা আমরা জানি।’’ রাঁচিতে ৯৯তম টেস্ট খেলবেন বেয়ারস্টো। ধরমশালায় শততম টেস্ট হবে। ম্যাকালাম বলেছেন, ‘‘আমরা ওর পাশে আছি। বাইরের বিষয় থেকে ওকে আমরা দূরে রাখার চেষ্টা করছি। আমি নিশ্চিত, জনি ছন্দে ফিরবে। ও যেটা অর্জন করতে চায় সেদিকেই ফোকাস রাখছে।’’ ম্যাকালাম পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ ব্যাটার জো রুটেরও। ৬ ইনিংসে ইংলিশ ব্যাটারের অবদান মাত্র ৭৭ রান। তবু রুটের সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না ইংল্যান্ড কোচ। ম্যাকালাম বলছেন, ‘‘ওর নাম জো রুট। ‘ল অফ অ্যাভারেজ’ খাটলে ও পরের দুটো টেস্টে স্বমহিমায় ফিরবে। আমরাও পাতা ওল্টাব এবং ভারতকে চাপে রাখার চেষ্টা করব। সিরিজে ফেরার ব্যাপারে আশাবাদী।’’ তবে ইংল্যান্ড কোচ যাই বলুন, রাজকোটে হারের পর স্বদেশে-বিদেশে প্রবল চাপের মুখে পড়েছেন তাঁরা। এখন একমাত্র জয়ই তাঁদের চাপমুক্ত করতে পারে।

Latest article