জামশেদপুরকে সমীহ ইস্টবেঙ্গলের

সাংবাদিক সম্মেলনে কোচের পাশে বসে পান্টিচ বললেন, ‘‘আমি পেশাদার। তিন দিন আগে ভারতে এলেও কোচ খেলালে নিজের সেরাটা দিয়েই দলকে সাহায্য করব।’’

Must read

প্রতিবেদন : আগের ম্যাচে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে আইএসএলে আট নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। আজ বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জিততে পারলে প্রথম ছয়ের আরও কাছে পৌঁছবে লাল-হলুদ ব্রিগেড। প্লে-অফে খেলার সম্ভাবনাও বাড়বে ক্লেটন সিলভাদের। কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে খুব কঠিন ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের। প্লে-অফে ওঠার লড়াই ক্রমশ কঠিন হচ্ছে ক্লেটন সিলভাদের। বুধবার এফসি গোয়াকে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছ’নম্বরে উঠে এসেছে নর্থইস্ট ইউনাইটেড।

আরও পড়ুন-গদ্দারের খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল বাংলা

খালিদ জামিল কোচ হয়ে আসার পর জামশেদপুর ঘুরে দাঁড়িয়েছে। আগের ম্যাচে মুম্বই সিটি এফসি-র মতো দলের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে খালিদের দল। খালিদ আবার ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ। সুপার কাপে পুরনো দলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল খালিদের দলের। আইএসএলে তার মধুর প্রতিশোধ নিতে মরিয়া থাকবে জামশেদপুর। খালিদের দলে থাকা নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু আগে লাল-হলুদ জার্সি গায়ে খেলে গিয়েছেন। তিনিও চাইবেন ইস্টবেঙ্গলের জালে বল জড়াতে।
জামশেদপুরকে নিয়ে রীতিমতো হোমওয়ার্ক করেই নামছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। এই ম্যাচে সাউল ক্রেসপো ছাড়া প্রায় পুরো দলকেই পাচ্ছেন স্প্যানিশ কোচ। কার্ড সমস্যার কারণে হায়দরাবাদ ম্যাচ খেলতে না পারা নাওরেম মহেশ সিং এবং লালচুংনুঙ্গা ফিরছেন। তিন দিন আগে আসা নতুন বিদেশি ডিফেন্ডার সার্বিয়ার আলেকজান্ডার পান্টিচ গত দু’দিন দলের সঙ্গে অনুশীলন করে তৈরি। তাঁকে সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহেরের পাশে খেলাতে পারেন ইস্টবেঙ্গল কোচ।

আরও পড়ুন-নন্দীগ্রামে বিজেপির গুন্ডামি, নিগৃহীতাকে নিয়ে থানায় কুণাল

কুয়াদ্রাত বললেন, ‘‘সুপার কাপে যে দল খেলেছিল তার থেকে এই জামশেদপুর দলটা বেশ ভাল। ওদের খেলায় তীব্রতা থাকে। আমরাও ভাল খেলছি। সুপার কাপে আমরা ওদের বিরুদ্ধে যে ফুটবল খেলে জিতেছিলাম, আশা করি সেটা এখানেও দেখাতে পারব। আমাদের জিততেই হবে। আইএসএলে ইস্টবেঙ্গল কখনও পরপর দুটো ম্যাচ জেতেনি। তাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। প্লে-অফে উঠতে সব ম্যাচই আমাদের কাছে ফাইনাল। তাই পয়েন্ট খোয়ানো চলবে না।’’
সাংবাদিক সম্মেলনে কোচের পাশে বসে পান্টিচ বললেন, ‘‘আমি পেশাদার। তিন দিন আগে ভারতে এলেও কোচ খেলালে নিজের সেরাটা দিয়েই দলকে সাহায্য করব।’’

Latest article