সুনীতা সিং, পূর্ব বর্ধমান: আগে অভয়বাণী দিয়েছিলেন। এবার সরাসরি চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে জামালপুরের জৌগ্রাম এবং আবুজহাটি পঞ্চায়েত এলাকায় পৌঁছল মুখ্যমন্ত্রীর চিঠি। এই অঞ্চলের মানুষগুলি আধার বাতিলের নোটিশ পেয়েছিলেন প্রথম। এবার পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাভয়ের চিঠি। সেখানে তিনি লিখেছেন, আমাদের রাজ্যের মানুষের আধার কার্ড বন্ধ করে দেওয়া সংক্রান্ত বিভিন্ন অভিযোগ পেয়েছি। অধিকাংশই তপসিলি জাতি ও জনজাতিভুক্ত অথবা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া। বরাভয় দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি আপনাদের সকলকে জানাতে চাই, রাজ্যের এমন সকল মানুষ যাঁরা এই কার্ড বন্ধের কেন্দ্রীয় সরকারি বার্তা পেয়েছেন-তাঁদের এই নিয়ে কোনোরকম ভয় বা চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের সরকার সবসময় রাজ্যের মানুষের পাশে আছে। সরকারী যেসব সুযোগসুবিধা তাঁরা পান,এই কারণে তা কখনো বন্ধ করতে দেওয়া হবে না।
আরও পড়ুন-জামশেদপুরকে সমীহ ইস্টবেঙ্গলের
তাঁর সংযোজন, আমরা ইতিমধ্যেই ‘রাজ্যের আধার কার্ড সমস্যা পোর্টাল’ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে সেটা চালু হয়ে যাবে। যাঁরা যাঁরা এই চিঠি পেয়েছেন,তাঁরা তাঁদের এই সংক্রান্ত তথ্য এই পোর্টালে জানাতে পারবেন। এছাড়া, মানুষের অভাব-অভিযোগের নিষ্পত্তি করার জন্য আমরা যে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ টেলিপরিষেবা চালু করেছি সেই ৯১৩৭০৯১৩৭০ নম্বরে সরাসরি ফোন করেও তাঁরা তাদের অভিযোগ জানাতে পারবেন।
আরও পড়ুন-ঘুরে আসুন খয়রাবেড়া
শেষে, আমি আর একবার সকলকে নিশ্চিন্ত করে বলছি, আধার কার্ড বাতিল সংক্রান্ত কোনো চিঠি পেয়ে থাকলে বিচলিত হবেন না।মনে রাখবেন,আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। আমি থাকতে আপনাদের কোনোরকম সমস্যা আমি হতে দেব না। ভালো থাকুন, সুস্থ থাকুন।
মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লুত, স্বস্তিতে বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তায় খুশিতে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে আবীর রং ছুঁইয়ে আবীর খেলায় মাতেন বাসিন্দারা।