প্রতিবেদন : অনেক হয়েছে, আর নয়। এবার দলের সর্বোচ্চ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চিঠি লিখে বিজেপি ছাড়ার কথা জানালেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। রাজ্য নেতাদের থেকে বঞ্চনা আর অপমান থেকেই যে দল ছাড়ার সিদ্ধান্ত, তা মোদিকে লেখা চিঠিতে ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন জয়। বাংলার বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য নেতা ও কেন্দ্রের নেতাদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। তখন থেকেই বেসুরো মনে হয়েছে। এবার সিদ্ধান্ত পাকাপাকি নিয়ে ফেললেন। একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ শ্রদ্ধা, আস্থা ও বিশ্বাস ঝরে পড়ছে জয়ের বক্তব্যে। আপনি কি রাজনীতিতে থাকবেন? উত্তরে জয় বললেন, ‘‘সময় সব কিছুর উত্তর দেবে। সময় হলেই সবকিছু দেখতে পাবেন।”
আরও পড়ুন : প্রতিশ্রুতি দিয়ে উধাও শাহ
আজ, শনিবার নরেন্দ্র মোদিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি লিখেছেন জয় বন্দ্যোপাধ্যায়। তবে সেই চিঠিতে যত না শুভেচ্ছা বার্তা ছিল, তার চেয়ে ঢের বেশি তাঁর অভিমান প্রকাশ পেয়েছে। জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরও রাজ্য নেতৃত্ব তাঁকে গুরুত্ব দেয়নি। তাঁর বক্তব্য শোনা হলে, বাংলার বুকে এতবড় বিপর্যয় ঘটত না বিজেপির। শুধু তাই নয়, দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও দলের তরফে কোনও সাহায্য পাননি, কেউ খবর পর্যন্ত নেননি বলেও চিঠিতে দুঃখপ্রকাশ করেছেন জয়। ২০১৪ সালে প্রথমবার কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহার হাত ধরে বিজেপিতে যোগ দেন জয় বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৭ সালে বিজেপি তাঁকে জাতীয় কর্মসমিতির সদস্য করে। যখন বিজেপির হয়ে এ রাজ্যে কথা বলা বা ঝান্ডা ধরার লোক পাওয়া যেত না, তখন থেকে গেরুয়া শিবিরের সদস্য তিনি।