সংবাদদাতা, ঘাটাল : ঘাটালের দাসপুরে খালের উপর নতুন ব্রিজ তৈরির দাবি দীর্ঘদিনের। সেই স্বপ্নই এবার বাস্তবায়িত হল। বৃহস্পতিবার সকালে ঘাটালের দাসপুরে খালের উপর তৈরি নতুন ব্রিজের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। এদিন সকালে ঘাটালে সেচ দফতরের বাংলোয় প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকের পরই আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে দাসপুরে পৌঁছে যান সেচমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়া নিয়ে গদ্দার অধিকারীকে তীব্র আক্রমণ করে মন্ত্রী বলেন, মেদিনীপুরের ভূমিপুত্র দলবদলু মাস্টার প্ল্যান নিয়ে কিছু না করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করবেন। এদিন দাসপুরের এক নম্বর ব্লকের জগন্নাথবাটি গ্রামে সেচ খালের উপর তৈরি হয়েছে একটি কংক্রিটের ব্রিজ, সেই ব্রিজ পরিদর্শন করেন সেচমন্ত্রী (Partha Bhowmik)। সঙ্গে ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাতকুমার মিশ্র-সহ প্রশাসনিক আধিকারিকারা। তবে এদিন মন্ত্রীকে কাছে পেয়ে দাসপুরের কলমিজোড় এলাকায় একটি অ্যানিকেট বাঁধের দাবি জানান স্থানীয়রা। তাঁরা জানান, প্রতিবছর নদীতে বোরো বাঁধ দিয়ে চাষের জন্য সেচের কাজ করা হয়। আর সেকারণেই পুরো এলাকা জলে ভেসে যাওয়ার উপক্রম হয়।
আরও পড়ুন- ডিএম-এসপিরা সহযোগিতা না করলে আমাকে জানান, আদিবাসী বৈঠকে মুখ্যমন্ত্রী