প্রতিবেদন : লাগামছাড়া খুন ধর্ষণের ঘটনা তো ছিলই, এবার অপশাসনের নিরিখেও দেশের মধ্যে প্রথমস্থানে জায়গা করে নিল যোগীরাজ্য উত্তরপ্রদেশ। বেঙ্গালুরুর সংস্থা পাবলিক অ্যাফেয়ার্স সেন্টারের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই রিপোর্ট। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, তার আগে এমন একটি রিপোর্ট যোগী সরকারের জন্য যে বড়ই অস্বস্তিদায়ক তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন :দিলীপ : কেন দলে তথাগত
বেঙ্গালুরুর এই সংস্থার তরফে এক সমীক্ষার মাধ্যমে দেশের বড় রাজ্যগুলিতে অপশাসনের যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে সেখানেই দেখা গিয়েছে, অপশাসনের মানদণ্ডে তালিকায় সবার উপরে ঠাঁই পেয়েছে যোগীর উত্তরপ্রদেশ। একাধিক মাপকাঠিতে ১৮টি বড় রাজ্যের সরকারের প্রশাসনিক সাফল্য মাপা হয়েছে সমীক্ষায়। যেখানে ‘পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স’ মাপকাঠিতে অপশাসনের চূড়ান্ত হিসেবে উঠে এসেছে যোগীরাজ্য। জানা গিয়েছে, বিগত ৫ বছর ধরে ওই সংস্থার তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কোনওবারই ভাল স্থানে ছিল না যোগী রাজ্য। এবার তা চলে এল খারাপের নিরিখে সর্বপ্রথমে।