কলকাতা বিশ্ববিদ্যালয় আবার দেশের সেরা

Must read

প্রতিবেদন : আবার দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের সেরার মর্যাদা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। কিউ এস এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২২ অতিসম্প্রতি এই শ্রেষ্ঠত্বের সম্মান দিয়েছে রাজ্যের সবচেয়ে ঐতিহ্যশালী এই বিশ্ববিদ্যালয়কে। এখানেই শেষ নয়, সামগ্রিকভাবে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে কলকাতা, শ্রেষ্ঠত্বের বিচারে। প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। কিন্তু এই দুটিই কেন্দ্র পরিচালিত। রাজ্য সরকার পরিচালিত শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ই। কিন্তু কীসের ভিত্তিতে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি? মূলত পড়াশোনার মান, গবেষণায় উৎকর্ষতা, পিএইচডি শিক্ষকের উপস্থিতি, কর্মচারীদের কর্মতৎপরতা, সামগ্রিক ভাবমূর্তি মানদণ্ড হিসেবে ধরা হয়। সেরার স্বীকৃতিতে স্বাভাবিকভাবেই সন্তোষ প্রকাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী। তাঁর মতে, এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা-সহ সামগ্রিক মানোন্নয়নে আরও উৎসাহ জোগাবে। এখনকার পড়ুয়াদের মধ্যে তো বটেই, এই সম্মানে খুশির ঢেউ উঠেছে প্রাক্তনীদের মধ্যেও। লক্ষণীয়, গত কয়েকমাসে এই নিয়ে দু’বার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।

Latest article