প্রতিবেদন : বিভিন্ন রাজ্য থেকে কর্মপ্রার্থী তরুণদের ইউরোপে চাকরি দেওয়ার নাম করে পাঠানো হচ্ছে রণাঙ্গনে। রুশ সেনার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য করা হচ্ছে ভারতীয়দের। চাঞ্চল্যকর এই অভিযোগ ওঠার পর কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। রাশিয়ায় নিয়ে গিয়ে ভারতীয় তরুণদের জোর করে যুদ্ধে পাঠানোর বেনজির কাণ্ড শুক্রবার স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। এ নিয়ে সংশ্লিষ্ট রুশ কর্তাদের সঙ্গে আলোচনা করছে ভারতীয় দূতাবাস।
আরও পড়ুন-দিনের কবিতা
সম্প্রতি চাকরির নামে তেলেঙ্গানা ও কর্নাটক থেকে ৪ যুবককে রাশিয়া নিয়ে গিয়ে যোগ দেওয়ানো হয় রুশ ওয়াগনার বাহিনীর সেনাদলে। তাঁদের অন্য কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে গিয়ে জোর করে সমরাস্ত্র তুলে দিয়ে রণাঙ্গনে পাঠানো হয়। প্রতারিত হয়ে ওই চার যুবক ভিডিওবার্তা পাঠান তাঁদের পরিবারের কাছে। তার দিন দুই আগেই এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। তাতে মৃত্যুও হচ্ছে। এই পরিস্থিতিতেই শুক্রবার বিবৃতি দিয়েছে নয়াদিল্লির বিদেশমন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা জানতে পেরেছি কয়েকজন তরুণ ভারতীয় রুশ সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। তাঁরা যুদ্ধে সহকারী হিসাবে কাজ করছেন। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট রুশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তাঁদের দ্রুত মুক্তির বিষয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। আমরা সমস্ত ভারতীয়দের অনুরোধ জানাচ্ছি, যথাযথ সতর্কতা অবলম্বন করুন। লড়াই থেকে দূরে থাকুন।
আরও পড়ুন-জেলবন্দিদের মূলস্রোতে ফেরাতে অভিনব উদ্যোগ
অভিযোগ উঠেছিল, এক ইউটিউবারের ফাঁদে পা দিয়েছেন বেশ কয়েকজন। কীভাবে বিদেশে চাকরি মিলবে, সেই নিয়ে ভিডিও তৈরি করেন অভিযুক্ত ইউটিউবার। তেলেঙ্গানা, গুজরাত, কর্নাটক, জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয় ইউরোপে চাকরি পাইয়ে দেওয়া হবে। ভারতীয় এজেন্টরাই তাঁদের রাশিয়ায় পৌঁছে দেন। প্রথমে জানানো হয় নির্মাণশ্রমিক হিসাবে কাজ করতে হবে। কিন্তু শেষপর্যন্ত রাশিয়ায় পৌঁছতেই জোর করে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় ওই ভারতীয়দের। প্রশিক্ষণ পর্বের পর মাসকয়েক আগেই ওই ভারতীয় তরুণদের সটান পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে। এই যুদ্ধে গিয়ে এক ভারতীয়ের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ করতে পারছে না তাঁদের পরিবারও। সব মিলিয়ে পরিস্থিতি চরম উদ্বেগজনক। একদিকে প্রতারণা এবং অন্যদিকে যুদ্ধক্ষেত্রে জীবনসংকটের মুখে পড়ে বিদেশে অসহায় অবস্থা এই ভারতীয় তরুণদের।