ছাত্রীর অভিযোগে যাদবপুরে স্থগিত প্রথম সেমিস্টারের পরীক্ষা

অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগে স্থগিত হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা।

Must read

প্রতিবেদন : অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগে স্থগিত হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রীর অভিযোগে শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ওই বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত করে দিল।

আরও পড়ুন-চাকরি দেওয়ার নাম করে ভারতীয়দের যুদ্ধে, নামাচ্ছে রাশিয়া! অভিযোগ স্বীকার কেন্দ্রের

এদিন কর্তৃপক্ষের তরফে নির্দেশিকা জারি করে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের দ্বিতীয় পরীক্ষা চলাকালীনই এক অধ্যাপকের বিরুদ্ধে নিজের ঘরে ডেকে অভব্য আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন ওই ছাত্রী। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ইমেল মারফত গোটা বিষয়টি জানিয়েছেন তিনি। যদিও এই অভিযোগ মানতে নারাজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা।

Latest article