শুক্রবার রাতে হঠাৎ করেই বিস্ফোরণে ইম্ফলের (Imphal) একটি বিশ্ববিদ্যালয় কেঁপে ওঠে আর এর ফলেই এক পড়ুয়া নিহত হয়েছে। জখম হয়েছেন অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে,ইম্ফলের পশ্চিমে ধানমঞ্জুরি (ডিএম) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত অল ইন্ডিয়া মণিপুর স্টুডেন্টস্ ইউনিয়নের (এএমএসইউ) কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ হয়। চব্বিশ বছরের কেনেগি নামের এক যুবক এই ঘটনায় মৃত। বিস্ফোরণে আহত একজনের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়েই বিশ্ববিদ্যালয় চত্বরে আসে বোম্ব স্কোয়াড। প্রাথমিক তদন্তে জানানো হয়, বিস্ফোরণ ঘটাতে আইইডি ব্যবহার করা হয়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সফর নিয়ে বন দফতরে সতর্কবার্তা
মেইতেই গোষ্ঠীকে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার আগের রায়ের পরে উত্তর-পূর্ব ভারতের ছোট্ট এই পার্বত্য রাজ্যে উত্তপ্ত হয়ে ওঠে। মেইতেই গোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দিতে রাজ্য সরকারকে সুপারিশ করে আদালত। এরপরেই আদালতের নির্দেশের বিরুদ্ধে কুকি সম্প্রদায় প্রতিবাদে সরব হয়।