মুখ্যমন্ত্রীর সফর নিয়ে বন দফতরে সতর্কবার্তা

দলমা পাহাড় থেকে হাতি নেমে লোকালয়ে চলে এলে সেখানে মানুষ রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন। জমি ও ফসলের অনেক পরিমান ক্ষয়ক্ষতি হয়

Must read

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জেলা সফর। জেলা সফরে থাকছে জঙ্গলমহলের তিন জেলা—পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম (Purulia, Bankura, Jhargram)। এই অবস্থায় নবান্ন থেকে একাধিক বিভাগকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। যেকোন বন্যপ্রাণীর হামলায় গ্রামের মানুষের যেন প্রাণহানির ঘটনা না ঘটে সেই বিষয়ে নজর দিতে বলা হয়েছে। কয়েকবছর আগে দক্ষিণবঙ্গের দু’টি জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠকে হাতির উপদ্রব দেখা যায় এবং বনকর্তাদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরে এমনিতেই বাড়তি নজরদারি থাকে। একাধিক বনাঞ্চলের রেঞ্জ অফিসারদের সতর্ক করা হয়।

আরও পড়ুন-মুম্বই-মরিশাস এমকে৭৪৯ বিমানে বিভ্রাট, অসুস্থ প্রৌঢ়

মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে এই মুহূর্তে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তিন জেলায় এখন প্রস্তুতি তুঙ্গে। উত্তরের জেলায় হাতির সমস্যা নতুন কিছু নয়। চিতাবাঘের লোকালয়ে চলে আসাটাও নিয়মিত ঘটছে। দক্ষিণে পশ্চিম মেদিনীপুরে দু’টি ডিভিশনে কমপক্ষে ৪২টি হাতি আছে। বাঁকুড়া এবং ঝাড়গ্রামেও ৮০টি হাতির একটি দল রয়েছে। দলমা পাহাড় থেকে হাতি নেমে লোকালয়ে চলে এলে সেখানে মানুষ রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন। জমি ও ফসলের অনেক পরিমান ক্ষয়ক্ষতি হয়।

Latest article