প্রতিবেদন : আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেস শনিবার তাদের জোট নিশ্চিত করেছে। দিল্লি, গুজরাত এবং হরিয়ানার জন্য আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে দুই দল। গুজরাতে কংগ্রেস ২৪টি আসনে, আপ ২টি আসনে লড়বে। হরিয়ানায় কংগ্রেস ৯টি এবং আপ (AAP-Congress) একটি আসনে লড়বে। দিল্লিতে আপ ৪টি আসনে, কংগ্রেস ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শনিবার ঘোষণা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ মুকুল ওয়াসনিক। তিনি জানান, হরিয়ানায় ১০টি লোকসভা আসন রয়েছে। কংগ্রেস ৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপ ১টিতে (কুরুক্ষেত্র) প্রার্থী দেবে। দিল্লিতে আপ নতুন দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পূর্ব দিল্লিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে কংগ্রেস চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি ও উত্তর-পশ্চিম দিল্লি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। গুজরাতে ২৬টি লোকসভা আসন রয়েছে। এরমধ্যে কংগ্রেস (AAP-Congress) ২৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপ ২ টি আসনে প্রার্থী দেবে (ভারুচ এবং ভাবনগর)। গোয়ায় কংগ্রেস দুটি লোকসভা আসনেই লড়বে। তবে পাঞ্জাব সম্পর্কে কোনও মন্তব্য করেননি দু’দলেরই কোনও নেতা। কেজরিওয়ালের আপ ২০২২ সালে কংগ্রেসকে পাঞ্জাবে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করে। এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান সব আসনে আলাদা লড়ার ঘোষণা করলেও আলোচনার দরজা বন্ধ করে দেয়নি কংগ্রেস ও আপ।