আজ ছুটির দিন রবিবার আনন্দপুরে (Anandapur) ফর্টিস হাসপাতালের (Fortis Hospital) পাশে ঝুপড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সকাল ১০.৩০ নাগাদ বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী কলকাতায় আজ হাওয়ার পরিমান বেশি থাকায় খুব সহজে আগুন ছড়িয়ে পড়েছে। এদিকে ঝুপড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে একের পর এক বিস্ফোরণ ঘটছে। অগ্নিকাণ্ডের ফলে এখনও পর্যন্ত কেউ আহত হয়নি বলেই খবর। প্রায় ৫০ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সামনেই ফর্টিস হাসপাতাল। সেখানকার চিকিৎসক এবং রোগীর আত্মীয়রাও বিস্ফোরণের আওয়াজে বেরিয়ে এসে হতবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। দমকলের অন্তত ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করে।
আরও পড়ুন-স্কুলের সামনে মদের দোকান তুলতে কোর্টের দ্বারস্থ পাঁচ বছরের শিশু
ঘটনার আকস্মিকতা এতটাই ছিল যে কিছু বোঝার আগেই আগুন ছড়িয়ে পরে। সেই আগুন নেভানোর জন্যে এই মুহূর্তে স্থানীয়রাও দমকলকর্মীদের সাহায্য করছেন। বড় এলাকা জুড়ে রয়েছে ধ্বংসস্তূপ। বের করা হচ্ছে একের পর এক সিলিন্ডার। সর্বস্ব হারিয়ে দিশাহারা বাসিন্দারা। ঝুপড়িতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পুড়ে গিয়েছে বলে খবর। গোটা এলাকা এখন আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। পুলিশ মানুষজনকে সরিয়ে নিয়ে যাচ্ছে। যদিও কী ভাবে লাগল আগুন, সেটা এখনও জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঝুপড়িতে কেউ আটকে নেই।