স্কুলের সামনে মদের দোকান তুলতে কোর্টের দ্বারস্থ পাঁচ বছরের শিশু

এই সমস্যা তুলে ধরে এলাহাবাদ হাই কোর্টে আবেদন জানিয়েছে সেই শিশু। মদের দোকানটি স্কুলের সামনে থেকে সরানোর কথা বলা হয়।

Must read

যত অনিয়ম যোগীরাজ্যে। শিশুদের স্কুলের সামনে মদের দোকান। মদ্যপদের উৎপাত চলছে রোজই। এর ফলেই স্কুলের ছাত্রছাত্রীদের রীতিমত সমস্যায় পড়তে হচ্ছে। এবার পাঁচ বছরের এক শিশু মদের দোকানটি বন্ধ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হল। মামলাকারী অথর্ব কানপুরের (Kanpur) আজ়াদ নগর এলাকার একটি বেসরকারি স্কুল, আজ়াদ নগরের শেঠ জয়পুরিয়া স্কুলের পাঁচ বছরের ছাত্র। এই স্কুলটির পাশে মদের দোকান রয়েছে। এই মামলায় অভিযোগ করা হয়, সেই দোকান থেকে যাঁরা মদ কিনতে আসেন, তাঁরা মাঝে মধ্যেই মত্ত অবস্থায় গোলমাল করে স্কুলের সামনে। এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করা হচ্ছে। অভিভাবকদের একাংশও এই বিষয়ে অভিযোগ জানায়। ওই দোকানটিকে ‘সমাজবিরোধীদের আখড়া’ বলে আবেদনপত্রে জানানো হয়।

আরও পড়ুন-মেঘলা আকাশ, বৃষ্টির আমেজ নিচ্ছে তিলোত্তমা

এই সমস্যা তুলে ধরে এলাহাবাদ হাই কোর্টে আবেদন জানিয়েছে সেই শিশু। মদের দোকানটি স্কুলের সামনে থেকে সরানোর কথা বলা হয়। জনস্বার্থ মামলাটির শুনানি চলছে বিচারপতি মনোজ কুমার গুপ্ত এবং বিচারপতি ক্ষিতিজ শৈলেন্দ্রের ডিভিশন বেঞ্চে। বাবার মাধ্যমে আবেদনপত্র আদালতে জমা দিয়েছে সে। আবেদনে লেখা হয়েছে, ‘মদের দোকানটি তার সহপাঠী এবং এলাকার বাসিন্দাদের দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব ফেলছে।’ যদিও দোকান কর্তৃপক্ষের আইনজীবী এই মর্মে জানান, মদের দোকানটি আগে থেকেই এলাকায় ছিল। পরে বেসরকারি স্কুলটি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন-নির্মলচন্দ্র থেকে সুনির্মল

আদালত যদিও জানিয়ে দেয় এলাকায় স্কুল তৈরি হওয়ার পর মদের দোকানটির লাইসেন্স ফের চালু করার অনুমতি দেওয়া উচিত হয়নি। হাইকোর্ট রাজ্যকে জবাবদিহি করার নির্দেশ দিয়েছে। কেন স্কুল খোলার পরেও মদের দোকানের লাইসেন্সের পুনর্নবীকরণ হল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত আকারে কোর্টে জানাতে হবে। আগামী ১৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে এবং তার মধ্যেই জবাবদিহি করতে হবে।

Latest article