মেঘলা আকাশ, বৃষ্টির আমেজ নিচ্ছে তিলোত্তমা

রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাও বৃষ্টি পেতে পারে আজ।

Must read

গত দুদিন ধরেই মেঘলা আকাশ ও কয়েক পশলা বৃষ্টির (Rain) আমেজ নিচ্ছে তিলোত্তমা (Kolkata)। একটু হলেও যে ভ্যাপসা গরম শুরু হয়েছিল তার থেকে কিছুটা রেহাই পেয়েছিল শহরবাসী। আজ রবিবারেও কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সেভাবে পরিবর্তন হবে না বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। সন্ধের পর থেকে একটু ঠান্ডার আমেজ ছিল। রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাও বৃষ্টি পেতে পারে আজ।

আরও পড়ুন-নির্মলচন্দ্র থেকে সুনির্মল

রবিবার সকল থেকেই মেঘলা এবং উত্তরে হাওয়ার দাপট রয়েছে মহানগর জুড়ে। দিনের বেশিরভাগ সময়ে রোদের দেখা পাওয়া যাবে না। জানা যাচ্ছে, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে। সোমবার পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার আগেই রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আবহাওয়া দফতর সূত্রে খবর, ছত্তীসগড়ের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। শনিবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার ফলেই এমন আবহাওয়ার সম্মুখীন হয়েছে বঙ্গ। মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

Latest article