নিউ ইয়র্কে (New York) এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক ভারতীয় যুবকের। ইলেকট্রনিক বাইকের (Electronic bike) লিথিয়াম আয়ন ব্যাটারি (Lithium Iron battery) ফেটে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। এরপরেই খুব দ্রুত আগুন ছড়িয়ে যায় পুরো অ্যাপার্টমেন্টে। সেই অগ্নিকাণ্ডেই মৃত্যু হয়েছে ২৭ বছরের ফাজিল খান নামে এক ভারতীয় যুবকের। যুবকের পরিবারের সঙ্গে ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। অ্যাপার্টমেন্টে এমনভাবে আগুন ছড়িয়ে গিয়েছিল যে বাসিন্দারা বেরোনোর উপায় খুঁজে পান নি।
আরও পড়ুন-প্রয়াত পরিচালক কুমার সাহানি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
নিউ ইয়র্কের হারলেমে এই ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে বিল্ডিং-এর ওপর থেকেই ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করছিলেন বাসিন্দারা। স্বাভাবিকভাবেই এর ফলে আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। আপাতত ভারতে আনা হচ্ছে ওই যুবকের দেহ।
কলম্বিয়া জার্নালিজম স্কুলের প্রাক্তন ছাত্র ফাজিল খান সেখানেই ডেটা জার্নালিস্টের কাজ করছিলেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে কাজ করতেন তিনি। ভারতে অনেক সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি। সিএনএন-নিউজ ১৮, বিজনেস স্ট্যান্ডার্ড এ কপি রাইটারের কাজ করেছেন তিনি। ২০২০ সালে উচ্চশিক্ষার জন্য মার্কিন বিশ্ববিদ্যালয়ে পাড়ি দেন তিনি।